পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইয়ে বহুতলে আগুন, মৃত 1 - Fire

মুম্বইয়ের চারণি রোড এলাকায় আদিত্য আরকেড বিল্ডিংয়ে আজ সকালে আগুন লাগে ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ দমকলের দু'জন কর্মী সহ মোট 5 জন আহত ৷ এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দমকল এক আধিকারিক সূত্রের খবর ৷

ছবি

By

Published : Oct 13, 2019, 3:33 PM IST

মুম্বই, 13 অক্টোবর : আজ সকালে মুম্বইয়ের চারণি রোড এলাকায় আদিত্য আরকেড বিল্ডিংয়ে আগুন লাগে ৷ আগুন লাগার ঘটনাটি প্রথম নজরে আসে সকাল 6টা নাগাদ ৷ আগুন খুব দ্রুত বাড়তে থাকে ৷ 8টা 50 মিনিট নাগাদ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ৷

ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ দমকলের দু'জন কর্মী সহ মোট 5 জন আহত ৷ PTI সূত্রের খবর, "একজন দমকল কর্মী সহ পাঁচজন গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন ৷ অন্য একজন দমকল কর্মী উদ্ধারকাজ চালানোর সময় আহত হন ৷ তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ "

বিল্ডিং-এর ভিতরের আগুন নেভানোর চেষ্টা চলছে

ঘটনাস্থানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ বিল্ডিংয়ের ভিতরের ধোঁয়া এবং তাপের কারণে আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে বলে দমকল এক আধিকারিক সূত্রের খবর ৷ বিল্ডিংজুড়ে গাঢ় ধোঁয়ার জন্য দমকল কর্মীদের শ্বাসকষ্টও হচ্ছে বলে জানা যাচ্ছে ৷

পাশাপাশি বিল্ডিং-এর চারতলায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷ তাঁকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওই দমকল আধিকারিক ৷

আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মী

দমকলের 10টি ইঞ্জিন, 4টি কুইক রেসপন্স যান, 1টি দমকলের উদ্ধারকারী গাড়ি, 10টি জাম্বো ট্যাঙ্কার, 15টি জলের ট্যাঙ্কার ও 2টি মই ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details