শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : বডগামের কাছে ভেঙে পড়ল একটি ফাইটার জেট। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভেঙে পড়েছে।
বডগামের কাছে ভেঙে পড়ল ফাইটার জেট, মৃত পাইলট - Budgam
সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ভেঙে পড়ল একটি ফাইটার জেট।
ভেঙে পড়া ফাইটার জেটটি
আজ সকালে বডগামের গারেন্দ কালান গ্রামে ফাইটার জেটটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দশুনে এসে দেখেন, বিমানটি মাটিতে ভেঙে পড়েছে। আগুন জ্বলছে। ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে একজনের মৃতদেহ। জানা গেছে, ওই ব্যক্তিই পাইলট। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি।