পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমফানে ক্ষতিগ্রস্ত বাংলাকে 500 মেট্রিকটন পলিথিন শিট দেবে ওড়িশা - আমফান পরবর্তী বাংলা

ওড়িশার মুখ্যসচিব এ কে ত্রিপাঠী বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যকে যথাসাধ্য সাহায্য করার পরামর্শ দিয়েছেন । পশ্চিমবঙ্গের অস্থায়ী ছাদ তৈরির জন্য সামগ্রী প্রয়োজন । 20x20 মাপের 500 মেট্রিকটন পলিথিন ট্রাকে করে ওই রাজ্যে পৌঁছানো হবে । ”

odissa
odissa

By

Published : May 27, 2020, 5:45 PM IST

ভুবনেশ্বর(ওড়িশা), 27মে : আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ । অনেক মানুষ গৃহহারা । অনেকের ছাদ নেই । এইবার সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রতিবেশী রাজ্য ওড়িশা । বাংলাকে 500 মেট্রিকটন পলিথিন শিট পাঠাবে তারা । অস্থায়ীভাবে ছাদ তৈরির কাজে আসবে পলিথিন শিটগুলি । আজ ওড়িশা সরকারের তরফে এই ঘোষণা করা হয় ।

ওড়িশার মুখ্যসচিব এ কে ত্রিপাঠী বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যকে যথাসাধ্য সাহায্য করার পরামর্শ দিয়েছেন । পশ্চিমবঙ্গের অস্থায়ী ছাদ তৈরির জন্য সামগ্রী প্রয়োজন । 20x20 মাপের 500 মেট্রিকটন পলিথিন ট্রাকে করে ওই রাজ্যে পৌঁছানো হবে । ” স্পেশাল রিলিফ কমিশনার পি জানা জানিয়েছেন, আগামীকাল পশ্চিমবঙ্গের উদ্দেশে ট্রাকগুলি রওনা হবে ।

মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক মুখ্যসচিবকে পশ্চিমবঙ্গকে সাহায্য করার পরামর্শ দেন । বাংলার সঙ্গে যোগাযোগ রাখার এবং তাদের প্রয়োজন মতো সাহায্য করার কথাও বলেন তিনি । নির্দেশ মতো, ওড়িশা সরকারের তরফে ওড়িশা ডিজ়াস্টার অ্যাকশন ফোর্স এবং ওড়িশা ফায়ার সার্ভিসের 500জন কর্মীকে বাংলায় পাঠানো হয়েছে । রাস্তা পরিষ্কার, গাছ কাটা এবং উদ্ধারের কাজে বাংলাকে সহযোগিতা করবেন তাঁরা ।

আমফান ক্ষতিগ্রস্ত বাংলায় অন্তত 86জনের মৃত্যু হয়েছে । লাখের উপর মানুষ ঘর হারিয়েছেন । ক্ষতির প্রভাব রাজধানী কলকাতায়ও । এইসময় অন্য রাজ্যগুলির তরফেও সাহায্যের প্রয়োজন ।

পশ্চিমবঙ্গে আমফান পরবর্তী সময়ে মেরামতির কাজে সাহায্য করছেন ওড়িশার ফায়ার সার্ভিস কর্মীরাও । ফায়ার সার্ভিসের IG অসিত পানিগ্রাহী গতকাল জানিয়েছেন, 30টি দল পশ্চিমবঙ্গে কাজ করছে । প্রায় 375জন কর্মী সেখানে উদ্ধারকাজে নিযুক্ত । তাঁদের প্রত্যেকের কাছে দুই জোড়া PPE কিট রয়েছে । তিনি বলেন, “তাঁরা সল্টলেক স্টেডিয়ামে রয়েছেন । প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করছেন । পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্টেডিয়ামকে স্যানিটাইজ় করা হয়েছে । রাজ্যে ফেরার পর প্রত্যেক কর্মীর COVID-19 পরীক্ষা করা হবে ।”

ABOUT THE AUTHOR

...view details