পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের ভারী বৃষ্টিতে ভাসল নিজামনগরী - হায়দরাবাদে বন্যা পরিস্থিতি

মৌসম ভবনের তরফে তেলাঙ্গানার বেশিরভাগ এলাকায় আগামী চারদিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । তেলাঙ্গানার DGP মহেন্দ্র রেড্ডি পুলিশ আধিকারিকদের সতর্ক থাকার জন্য বলেছেন ।

Hyderabad rains
ছবি

By

Published : Oct 18, 2020, 6:53 AM IST

Updated : Oct 18, 2020, 1:52 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর : চলতি সপ্তাহে হায়দরাবাদে যে প্রবল ভারী বৃষ্টি হয়েছে, তার থেকে এখনই স্বস্তির কোনও ইঙ্গিত নেই । গতকাল আবারও ভারী বৃষ্টিতে ভিজেছে নিজামের শহর । ফের জল জমতে শুরু করেছে শহরের একাধিক এলাকায় ।

গতকাল সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত হায়দরাবাদের 40 টিরও বেশি এলাকায় 23 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ।

মেদচাল - মালকাজগিরি জেলার উপ্পল মণ্ডলের বান্দলগুড়া, যা হায়দরাবাদ শহরেরই একটি অংশ, সেখানে 102.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এখানেই গতকালের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে । এরপর রয়েছে সরুরনগর । সেখানে 99.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

থটিয়ানারাম ও পেড্ডা অম্বরপেট হনুমান মন্দির এলাকায় যথাক্রমে 91 মিলিমিটার ও 89.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল । নাগাড়ে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেহবুবনগরগামী ফলকনামা ব্রিজ । এর জেরে রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দু'দিন আগেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল হায়দরাবাদের একাধিক এলাকা । গতকাল ফের ভারী বৃষ্টি । শহরের বেশ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন : জলমগ্ন নিজামের শহর, জলের তোড়ে ভাসল মানুষ

এল বি নগর, নাগোল এবং দিলসুখনগরের মতো জায়গাগুলিতে বৃষ্টির জেরে ব্যাপক যানজট দেখা দেয় । আউটার রিং রোড থেকে এল বি নগর পর্যন্ত 11 কিলোমিটার লম্বা রাস্তাজুড়ে যানজটের ছবি ধরা পড়ে । শহরের রাস্তাগুলির উপর দিয়ে তোড়ে বৃষ্টির জল বইতে দেখা যায় । বনস্থলিপুরম ও এল বি নগরের বেশ কিছু নীচু এলাকায় বন্যা পরিস্থিতির তৈরি হয় ।

প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর জন্য বারবার অনুরোধ করা হয় । যে কোনও পরিস্থিতিতে 100 নম্বরে ফোন করার জন্যও বলা হয় ।

মৌসম ভবনের তরফে তেলাঙ্গানার বেশিরভাগ এলাকায় আগামী চারদিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । তেলাঙ্গানার DGP মহেন্দ্র রেড্ডি পুলিশ আধিকারিকদের সতর্ক থাকার জন্য বলেছেন । প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছে তেলাঙ্গানা প্রশাসন ।

আরও পড়ুন : তেলাঙ্গানায় প্রবল বৃষ্টিতে মৃত 15, ভেসে গেল গাড়ি

মহেন্দ্র রেড্ডি প্রত্যেক থানাকে নিজের নিজের এলাকায় হড়পা বাণের পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন । নাগরিকদের যাতে কোনওরকম অসুবিধার মুখে না পড়তে না, তা নিশ্চিত করার জন্য বলেছেন তিনি । এদিকে টানা বৃষ্টির জেরে হিমায়তসাগর বাঁধের চারটি স্লুইস গেট খুলে দিয়েছে ।

Last Updated : Oct 18, 2020, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details