দিল্লি , 13 ডিসেম্বর : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির সাজা কার্যকরের দাবির মামলার শুনানি 18 তারিখ শুনবে দিল্লির একটি আদালত ৷ 17 তারিখ অক্ষয় কুমার সিংয়ের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ৷ তারপরই শোনা হবে মামলা ৷ জানালেন অতিরিক্ত দায়রা বিচারক সতীশ কুমার অরোরা ৷
নির্ভয়া মামলার শুনানি 18 ডিসেম্বর পর্যন্ত স্থগিত দিল্লির আদালতে - নির্ভয়া মামলায় 18 ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল দিল্লি আদালত
নির্ভয়া মামলায় এক দোষীসাব্যস্তের আবেদনের শুনানি 17 ডিসেম্বর হবে সুপ্রিম কোর্টে ৷ সেজন্য দিল্লির একটি আদালত নির্ভয়া মামলার শুনানি 18 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল ৷
আজ অতিরিক্ত দায়রা বিচারক বলেন , "আমার মতে আমাদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে ৷ 17 তারিখ পর্যন্ত দেশের শীর্ষ আদালত মামলাটি মুলতুবি রেখেছে ৷ পরদিন দুপুর 2টো নাগাদ এই মামলা শুনবে আদালত ৷" অন্যদিকে , নির্ভয়ার পরিবারের দবি যে অভিযুক্তরা ইচ্ছাকৃত কৌশলগত ভাবে মামলাটিকে পিছিয়ে দিচ্ছে ৷
সরকারি কৌঁসুলি এবং নির্ভয়ার বাবা-মার আইনজীবী দোষীদের মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করার জন্য অনুরোধ করেন ৷ এই বিষয়ে আদালত বান্ধব ভিন্দা গ্রোভার বলেন, সুপ্রিম কোর্টের সামনে বিষয়টি মুলতুবি রয়েছে ৷ তাই আদালতের অপেক্ষা করা উচিত। এরপরই নির্ভয়ার বাবা-মার আবেদনের শুনানি 18 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানান বিচারক ৷