শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি : পুলওয়ামা জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়ির মালিকের পরিচয় পাওয়া গেল। প্রায় ২০ কেজি RDX বহনকারী এই গাড়ির মালিকের পরিচয় পেল NIA। তার নাম সাজ্জাদ ভাট। তবে হামলার পর থেকে সে পলাতক। তার বাড়ি অনন্তনাগের বিজবেহারায়।
আজ NIA-র তরফে জানানো হয়, বিস্ফোরণস্থান থেকে গাড়িটির কয়েকটি অংশ খুঁজে পাওয়া গেছে। সেগুলি একত্রিত করার পর সেখান থেকে গাড়িটির চ্যাসিস নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেছে। গাড়িটি মডেল মারুতি সুজুকি ইকো। চ্যাসিস নম্বর MA3ERLF1SOO183735, ইঞ্জিন G12BN164140। ২০১১ সালে হেভেন কলোনির বাসিন্দা মহম্মদ জ়লিল আহমেদ হাকানিকে প্রথমবার গাড়িটি বিক্রি করা হয়। তারপর আরও সাতবার গাড়িটির হাতবদল হয়েছে। জঙ্গি হামলার দশদিন আগে ৪ ফেব্রুয়ারি সোপিয়ানের সিরাজ-উল-উলুমের ছাত্র সাজ্জাদের হাতে আসে গাড়িটি।