পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামা জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়ির মালিকের পরিচয় পেল NIA - army

পুলওয়ামা জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়িটিকে সনাক্ত করল NIA।

সাজ্জাদ

By

Published : Feb 25, 2019, 11:02 PM IST

শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি : পুলওয়ামা জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়ির মালিকের পরিচয় পাওয়া গেল। প্রায় ২০ কেজি RDX বহনকারী এই গাড়ির মালিকের পরিচয় পেল NIA। তার নাম সাজ্জাদ ভাট। তবে হামলার পর থেকে সে পলাতক। তার বাড়ি অনন্তনাগের বিজবেহারায়।

আজ NIA-র তরফে জানানো হয়, বিস্ফোরণস্থান থেকে গাড়িটির কয়েকটি অংশ খুঁজে পাওয়া গেছে। সেগুলি একত্রিত করার পর সেখান থেকে গাড়িটির চ্যাসিস নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেছে। গাড়িটি মডেল মারুতি সুজুকি ইকো। চ্যাসিস নম্বর MA3ERLF1SOO183735, ইঞ্জিন G12BN164140। ২০১১ সালে হেভেন কলোনির বাসিন্দা মহম্মদ জ়লিল আহমেদ হাকানিকে প্রথমবার গাড়িটি বিক্রি করা হয়। তারপর আরও সাতবার গাড়িটির হাতবদল হয়েছে। জঙ্গি হামলার দশদিন আগে ৪ ফেব্রুয়ারি সোপিয়ানের সিরাজ-উল-উলুমের ছাত্র সাজ্জাদের হাতে আসে গাড়িটি।

২৩ ফেব্রুয়ারি NIA-র তদন্তকারী দল সাজ্জাদের বাড়িতে হানা দেয়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি সোশাল মিডিয়ায় অস্ত্র হাতে সাজ্জাদের একটি ছবি ভাইরাল হয়েছে। NIA-র প্রাথমিক অনুমান, জইশ-ই-মহম্মদে যোগ দিয়েছে সাজ্জাদ।

১৪ ফেব্রুয়ারি শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর কনভয় যাচ্ছিল। সেইসময় ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরণে শহিদ হন ৪০ জন CRPF জওয়ান।

ABOUT THE AUTHOR

...view details