পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - News at a glance

বিশ্ব, দেশ, রাজ্য, খেলা, বিনোদনের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @9 PM
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Jul 11, 2020, 9:01 PM IST

1) ফের রেকর্ড সংক্রমণ রাজ্যে, 24 ঘণ্টায় আক্রান্ত 1344

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 26 জনের । এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 906 ।

2) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

দুই পাতার চিঠিতে কোরোনা পরিস্থিতিতে স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমেস্টার পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।

3) কোরোনা মোকাবিলায় দিল্লির প্রশংসা, আহমেদাবাদ মডেল অনুসরণ করার পরামর্শ মোদির

আহমেদাবাদের ধনভন্ত্রী মডেল অনেকক্ষেত্রে সফল । তাই এই মডেলও অন্য় রাজ্যে অনুসরণ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

4) চিন নিয়ে প্রধানমন্ত্রী ক্রমাগত মিথ্যা বলছেন , জাতিকে বিভ্রান্ত করছেন : রাহুল

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন কোরোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে যখন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহায়তা প্রয়োজন ছিল তখন সরকার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল ৷

5) আলিপুরদুয়ারে কোরোনা মুক্তদের নিয়ে গঠিত হল কোরোনা ওয়ারিওর ক্লাব

কোরোনা আক্রান্তদের মনোবল বাড়ানো ও কনটেইমেন্ট জ়োনগুলিতে গিয়ে মানুষকে সচেতন করবে কোরোনা ওয়ারিয়র ক্লাবের সদস্যরা ৷ এই কাজের জন্য তাঁদের সান্মানিক ভাতা দেওয়া হবে বলে জানা গেছে ।

6) কংগ্রেস বিধায়কদের অর্থের লোভ দেখিয়ে দলে টানছে BJP : অশোক গেহলট

গত সপ্তাহে বিধায়ক ভাঙিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছিলেন কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশি ৷

7) পৌরপ্রশাসকের উপস্থিতিতে কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ভদ্রেশ্বরে

পৌরসভার প্রশাসকের সামনে কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ এখনও পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ থানার সামনে বিক্ষোভ দেখান BJP-র স্থানীয় সদস্যরা ৷

8) আর্চার ও টিনো বেস্টের টুইট যুদ্ধ

ব্রডের পরিবর্তে আর্চারের জায়গা পাওয়ার কোনও যুক্তি খুঁজে পাননি ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার টিনো বেস্ট ৷ আর্চারের জায়গা পাওয়া নিয়ে টুইটে প্রশ্ন তোলেন তিনি ৷

9) ব্রডের বাদ পড়া ইংল্য়ান্ডের বোলিং শক্তির প্রমাণ, দাবি আন্ডারসনের

ব্রড বলেন, দলে থাক নিয়ে তাঁকে পজ়িটিভ ফিডব্যাক দেওয়া হয় ৷ এমনকী স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসও তাঁকে বলেন ইংল্যান্ড একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলবে ৷

10) রোহিতকে ধন্যবাদ মুম্বই পুলিশের

পরিচালক রোহিত শেট্টিকে ধন্যবাদ জানাল মুম্বই পুলিশ । কিন্তু কেন ? কারণ এই কোরোনা প্যান্ডেমিকের আবহে রোহিত বরাবর মুম্বই পুলিশের সহযোগিতা করেছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details