নাসিক(মহারাষ্ট্র), 22 এপ্রিল : "জঙ্গিরা জেনে গেছে দেশে যদি কোনও বোমা বিস্ফোরণ হয়, তাহলে মোদি আছে । সে পাতাল থেকে বের করে জঙ্গিদের সাজা দেবে ।" মহারাষ্ট্রের দিনদোরির জনসভা থেকে একথা বললেন নরেন্দ্র মোদি ।
"জঙ্গিরা জানে তাদের পাতাল থেকে খুঁজে খতম করবে মোদি" - vote
"দেশে যদি কোনও বিস্ফোরণ হয়, জঙ্গিরা জানে মোদি আছে । তাদের পাতাল থেকে খুঁজে বের করে খতম করবে ।" বললেন নরেন্দ্র মোদি ।
নরেন্দ্র মোদি
আজ রাজস্থানের বারমেরেও সভা করেন মোদি । সেখানে হুমকির সুরে বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"