পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মোদি একজন ভুয়ো দলিত", কটাক্ষ তেজস্বীর - backward

রাষ্ট্রীয় জনতা দল (RJD) প্রধান তেজস্বী যাদব আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "ভুয়ো দলিত" বলে কটাক্ষ করেন।

তেজস্বী যাদব

By

Published : Apr 18, 2019, 4:31 PM IST

পটনা, 18 এপ্রিল : রাষ্ট্রীয় জনতা দল (RJD) প্রধান তেজস্বী যাদব আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "ভুয়ো দলিত" বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "তিনি (মোদি) দলিত সম্প্রদায়ের জন্য কিছুই করেননি।"

তেজস্বী আজ টুইটে লেখেন, "নরেন্দ্র মোদিজি ভুয়ো দলিত। জন্মের পর 55 বছর ধরে তিনি উচ্চবংশীয় ছিলেন, হঠাৎই একদিন তিনি দলিত হয়ে গেলেন। প্রকৃত দলিতরা মিথ্যেবাদী হয় না। আপনি কি দলিতদের বোকা মনে করেন, গুজরাতিবাবু? আপনি দলিতদের জন্য কি করেছেন, উচ্চশ্রেণীর নেতা?

তিনি এবিষয়ে আর একটি টুইটে লেখেন, প্রধানমন্ত্রীর অফিসে কোনও দলিত কর্মী নেই। "প্রিয় মোদিজি, আপনি জন্মগত দলিত নন এবং হ্যাঁ আপনি চুরি করেছেন। আপনি কী করেছেন দলিতদের জন্য? দেশের কোনও উপাচার্য কিংবা প্রফেসর কেউই দলিত নন। কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানের পরিচালকও দলিত নন। আপনি জাতভিত্তিক সংগঠনে দলিত আসনও বাড়াননি।"

'মোদি' পদবির সবাইকে চোর বলায় কংগ্রেস ও তাঁর সমর্থন জোটগুলির বিরুদ্ধে গতকাল মহারাষ্ট্রের সোলাপুরের একটি সমাবেশে নরেন্দ্র মোদি ক্ষোভ প্রকাশ করে বলেন, " কংগ্রেস ও তার জোটের দলগুলি বলছে সমাজের সব মোদিরাই চোর। ওরা দলিতদের অপমান করতে কোনও কসুর করেনি। কিন্তু এবার ওরা সমগ্র দলিত সমাজকে অপমান করে সব সীমা অতিক্রম করেছে।"

আজ উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, মোদী পদবিদের সবাইকে চোর বলার জন্য কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে IPC 500 ধারায় মানহানির মামলা দায়ের করেন। তিনি বলেন, "মোদি পদবির কোটি কোটি মানুষকে চোর বলে রাহুল তাদের অনুভূতিতে আঘাত করেছে।"

ABOUT THE AUTHOR

...view details