দিল্লি, 21 মে : চালু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । তবে ভাড়া ঠিক করবে বিমান মন্ত্রক । তাদের তরফে জারি করা টিকিটের দামের নির্দেশিকার ভিত্তিতে বিমান সংস্থাগুলিকে ভাড়া নির্ধারণ করতে হবে বলে জানানো হয়েছে । দিল্লি থেকে মুম্বইয়ের ভাড়া আগামী তিন মাসের জন্য সাড়ে 3 হাজার থেকে 10 হাজার টাকার মধ্যে রাখতে হবে । আজ একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ।
তিনি বলেন, "বিমানে যাতায়াতের সময়সীমাকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে । 0-30 মিনিট, 30-60 মিনিট, 60-90 মিনিট, 90-120 মিনিট, 120-150 মিনিট, 150-180 মিনিট ও 180-210 মিনিট । দিল্লি থেকে মুম্বইয়ের বিমানের ন্যূনতম ভাড়া সাড়ে 3 হাজার টাকা এবং সর্বোচ্চ ভাড়া 10 হাজার টাকা । এই নির্দেশিকা আগামী তিন মাস মেনে চলতে হবে ।" তিনি আরও বলেন, বিমানের 40 শতাংশ সিটের ভাড়া প্রাইস ব্যান্ডের 50 শতাংশেরও কম থাকতে হবে ।