কোয়েট্টা, ১৮ ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে নিহত হল ৬ পাকিস্তানি সেনা। AP সংবাদসংস্থা সূত্রে খবর, ইরান সীমান্তে দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে পাক সেনার কনভয়ে পরপর দু'বার হামলা চালায় সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় মোট ৬ সেনা নিহত হয়।
বালুচানিস্তানে পাক সেনার কনভয়ে বিস্ফোরণ, নিহত ৬
ইরান সীমান্তে দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে পাক সেনার কনভয়ে পরপর দু'বার হামলা চালায় সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় মোট ৬ জন নিহত হয়।
ছবিটি প্রতীকী
হিদায়ত উল্লাহ নামে এক স্থানীয় পুলিশ আধিকারিক সোমবার বলেন, "গতকাল টারবাত শহরে হামলায় চারজন নিহত হয়। এছাড়া শনিবার, লোরালইয়ের দক্ষিণ-পশ্চিমে আরও দু'জন সেনা নিহত হয়েছে। এই হামলার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।"
পাকিস্তানে এই হামলার ঠিক একদিন আগে ইরানের এলিট রেভলিউশানারি গার্ডের উপর হামলা করা হয়। এই ঘটনায় ২৭ জন নিহত হয়। ইরানের অভিযোগ, পাকিস্তানে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় পাকিস্তান।