মিরাট, 6 জুলাই : উত্তরপ্রদেশের মিরাটে সম্প্রতি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, মাত্র আড়াই হাজার টাকা দিলেই পাওয়া যাচ্ছে কোরোনার নেগেটিভ রিপোর্ট ।
ঘটনা প্রকাশ্যে আসতেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মিরাটের জেলাশাসক অনিল ধিঙরা । তিনি জানান, ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করে সিল করে দেওয়া হয়েছে ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত । বেসরকারি একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী চিহ্নিত হয়েছেন নার্সিংহোমের ম্যানেজার শাহ আলম ।ভিডিয়োটিতে দেখা গিয়েছে তিনি এক ব্যক্তির কাছ থেকে 2000 টাকা নিচ্ছেন এবং ওই ব্যক্তি জানাচ্ছেন রিপোর্ট হাতে পেলে বাকি 500 টাকা তিনি মিটিয়ে দেবেন ।
মিরাটের চিফ মেডিকেল অফিসার রাজকুমার জানান, ভিডিয়োটি দেখে একজনকে শনাক্ত করা হয়েছে এবং FIR দায়ের করা হয়েছে ।
মিরাটে এখনও পর্যন্ত 1,100টি কেস প্রকাশ্যে এসেছে । এরমধ্যে মৃত্যু হয়েছে 69 জনের ।এই পরিস্থিতিতে এই ধরনের ফেক রিপোর্টের ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে ।