পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

300 কোটির হোটেল আজ চ্যারিটি হোম - হোটেল লক্ষ্মী

হোটেলের মালিক আর এস নাইডু ও তাঁর স্ত্রী মীরা শ্রীনিবাসালু ৷ ভালোই চলত হোটেল ৷ রাজকুমার, বিষ্ণুবর্ধনের মতো রুপোলি পর্দার তারকাদের প্রিয় পছন্দের তালিকায় ছিল হোটেল লক্ষ্মী ৷ 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর এস নাইডু ৷ এরপরই 39 বছর ধরে চলা এই হোটেল ক্যান্সার আক্রান্ত শিশু ও তার অভিভাবকদের খুলে দেন তাঁর স্ত্রী মীরা ৷

Hotel Laxmi
লক্ষ্মী শিশু স্বাস্থ্য কেন্দ্রে

By

Published : Jan 7, 2020, 12:02 AM IST

বেঙ্গালুরু, 6 জানুয়ারি : বেঙ্গালুরুর গান্ধিনগরের কেম্পেগওড়া বাসস্ট্যান্ড ৷ শহরের একেবারে মাঝখানে ৷ সদা ব্যস্ত ৷ এরই পাশে দাঁড়িয়ে রয়েছে 33 কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং ৷ 1976 সালে তৈরি হয়েছিল এই বিল্ডিং ৷ এক সময় লোকে এটাকে লক্ষ্মী হোটেল নামেই চিনত ৷ এখন এই বিল্ডিং ক্যানসার আক্রান্ত শিশু ও তাঁদের অভিভাবকদের ঠিকানা ৷ বিনামূল্যেই তাদের থাকার ব্যবস্থা রয়েছে লক্ষ্মী শিশু স্বাস্থ্যকেন্দ্রে ৷

হোটেলের মালিক আর এস নাইডু ও তাঁর স্ত্রী মীরা শ্রীনিবাসালু ৷ ভালোই চলত হোটেল ৷ রাজকুমার, বিষ্ণুবর্ধনের মতো রুপোলি পর্দার তারকাদের প্রিয় পছন্দের তালিকায় ছিল হোটেল লক্ষ্মী ৷ 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর এস নাইডু ৷ এরপরই 39 বছর ধরে চলা এই হোটেল ক্যানসার আক্রান্ত শিশু ও তার অভিভাবকদের খুলে দেন তাঁর স্ত্রী মীরা ৷

মীরা ও নাইডুর কোনও সন্তান ছিল না ৷ তাই বরাবরই মীরার ইচ্ছে ছিল শিশুদের জন্য কিছু একটা করার ৷ তাই যখন নাইডু মারা যান, তখন আর দ্বিতীয়বার ভাবেননি মীরা ৷ ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করে দেন হোটেল লক্ষ্মী ৷

শহরের একদম পশ এলাকায় এই হোটেল ৷ তাই বড় বড় ব্যবসায়ী ও রিয়েল এস্টেট মালিকদের নজর ছিল শুরু থেকেই ৷ হোটেলটির জন্য 300 কোটি টাকা পর্যন্তও দেওয়ার কথা বলেছিল এক বাণিজ্যিক সংস্থা ৷ এমন সময়েই মীরার সঙ্গে যোগাযোগ হয় শ্রী শংকর ক্যান ফাউন্ডেশনের ৷ তাঁরা একটা জায়গা খুঁজছিল যেখানে ক্যানসার আক্রান্ত শিশু ও তাঁদের পরিবারের লোকেরা থাকতে পারে ৷ তাঁদের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনার পরে মীরা হোটেলটি শ্রী শংকর ক্যান হাসপাতাল ও রিসার্চ ফাউন্ডেশনকে দিতে রাজি হয়ে যান ৷

উত্তর কর্নাটকের অনেক পরিবারই বেঙ্গালুরুতে আসে ক্যনসারের চিকিৎসার জন্য ৷ বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের দু'তিন মাস কমপক্ষে থাকতে হয় সেখানে ৷ থাকা খাওয়ার খরচের চিন্তায় প্রথম কোর্সের পর অনেকেই আর চিকিৎসা সম্পূর্ণ করান না ৷ এই সমস্যা দূর করতেই এবার হাত লাগিয়েছে লক্ষ্মী শিশু স্বাস্থ্যকেন্দ্র ৷ ক্যানসার আক্রান্ত শিশুকে নিয়ে তার পরিবার এখানে চিকিৎসা চলাকালীন সময় বিনা খরচে থাকতে পারেন ৷ রান্নাঘর থেকে শুরু করে সবকিছুরই ব্যবস্থা আছে ৷ পাশাপাশি আক্রান্ত শিশুর পরিবারের লোকেরা হাসপাতালের বিভিন্ন কাজ করে দিন পিছু 150 টাকা করে রোজগারও করতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details