পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভা নির্বাচনে লড়বেন না মায়াবতী - loksabha election

২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন না বহুজন সমাজ পার্টি (BSP) প্রধান মায়াবতী।

ফাইল ফোটো

By

Published : Mar 20, 2019, 3:23 PM IST

লখনউ, ২০ মার্চ : ২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন না বহুজন সমাজ পার্টি (BSP) প্রধান মায়াবতী। আজ তিনি সাংবাদিক বৈঠকে একথা জানান। বলেন, "উত্তরপ্রদেশে জোট নিয়ে বেশি ভাবছি। এই বিষয়ে ফোকাস করছি। আমি আশা করছি দলীয় কর্মীরা আমার সিদ্ধান্ত মানবেন।" তিনি অবশ্য এও বলে রেখেছেন, দরকার পড়লে লোকসভা নির্বাচনের শেষদিকে লড়তে পারেন।

গত সপ্তাহেই মায়াবতী ইঙ্গিত দিয়েছিলেন তিনি এই লোকসভা নির্বাচনে নাও লড়তে পারেন। BSP-র হয়ে প্রচারকেই বেশি গুরুত্ব দেবেন। দলীয় এক নেতা জানান, ২ এপ্রিল ভুবনেশ্বরের সভা থেকে BSP-র হয়ে প্রচার শুরু করবেন তিনি। উত্তরপ্রদেশে তাঁর প্রচার শুরু হবে ৭ এপ্রিল। সঙ্গে থাকবেন জোটসঙ্গী সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দলের নেতারা।

২০১৪ সালে BSP ৫০৩ আসনে প্রতিনিধিত্ব করে। কিন্তু, একটা আসনেও জয় পায়নি। মাত্র ৫ শতাংশ ভোট এসেছিল তাদের দখলে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৮টিতে প্রার্থী দিয়েছে BSP। ৩৭টি প্রার্থী দিয়েছে SP। রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী সংখ্যা ৩। মায়াবতী ও অখিলেশ যাদব উভয় জানিয়েছেন, তাঁরা আমেঠি ও রায়বেরিলিতে প্রার্থী দেবেন না। কারণ ওই দুটি কেন্দ্র থেকে লড়বেন রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details