পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশাখাপটনমে গ্যাস লিক, শিশু-সহ মৃত 11, অসুস্থ 5 হাজার - বিশাখাপটনম

আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখে জ্বালা করতে থাকে ।

gas leak  in viskhapatnam
বিশাখাপটনমে গ্যাস লিক

By

Published : May 7, 2020, 8:59 AM IST

Updated : May 7, 2020, 6:06 PM IST

বিশাখাপটনম, 7 মে : একটি কেমিকেল প্ল্যান্টে গ্যাস লিক করে এক শিশুসহ 11 জনের মৃত্যু হল। প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের ঘটনা । অসুস্থ 5 হাজার মানুষ । বিশাখাপটনমের এই দৃশ্য মনে করাল 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা । 1984 সালের 2-3 ডিসেম্বরের রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে ছড়িয়ে পড়ে মিথাইল আইসোসায়ানাইট । দুর্ঘটনায় প্রায় 40 টন গ্যাস ছড়িয়ে পড়েছিল । অসুস্থ হয়েছিলেন প্রায় ছয় লাখ মানুষ । পরবর্তীতে এদের মধ্যে প্রায় 15 হাজার মানুষ মারা গেছিলেন ।

আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখে জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে ঘটনাস্থানে পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে ।

দ্য গ্রেটার বিশাখাপটনম পৌরনিগমের তরফে কারখানা সংলগ্ন এলাকার মানুষকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে । পাশাপাশি পৌরনিগমের তরফে টুইট করা হয়েছে, "সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দারা সুরক্ষিত জায়গায় চলে যেতে পারেন । ভেজা কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন ।" পৌরনিগমের কমিশনার সৃজনা গুমাল্লা বলেন, "হাজার মানুষের শরীরে ওই গ্যাস প্রবেশ করেছে । পৌরনিগমের তরফে এলাকায় জল ছড়িয়ে গ্যাসের প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে ।"

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS জগনমোহন রেড্ডি ঘটনার খোঁজখবর নিয়েছেন । পাশাপাশি অসুস্থদের জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশাখাপটনমের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ।

Last Updated : May 7, 2020, 6:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details