পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছুরি নিয়ে সংসদে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার রাম রহিমের অনুগামী - parliament

বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা । ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন ।

ছুরি নিয়ে সংসদে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার রাম রহিমের অনুগামী

By

Published : Sep 2, 2019, 3:25 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ আজ সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ৷ বিজয়চকের দিক দিয়ে ওই যুবক সংসদে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা । ছুরি হাতে ধরা পড়ার পর সংসদের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম সাগর ইনসা । সে দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা ৷ এবং ডেরা সেচা সওদার প্রধান এবং ধর্ষণ মামলায় ধৃত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী । এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ধৃত যুবক রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে খবর ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইকে করে এসে ওই যুবক VIP গেটের কাছে দাঁড়ায় ৷ তার হাতে একটি ছুরি ছিল ৷ রাম রহিমের নামে স্লোগান দিতে দিতে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে সে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details