দেশে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও । এমনকী নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণের হার, আবার কয়েকটি রাজ্যে রেকর্ড হারে বেড়েছে । এই পরিস্থিতির মধ্যেই দেশ লড়ছে COVID-19-র বিরুদ্ধে ।
- কোরোনা চিকিৎসার খরচ নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবে রাজ্যগুলি। বুধবার সুপ্রিম কোর্টকে একথা জানায় কেন্দ্রীয় সরকার।
- আনলক 3-এ বুধবার থেকে ফের খুলল জিম ও যোগাভ্যাস কেন্দ্রগুলি। স্বাস্থ্যবিধি মেনে খোলা হয় সেগুলি।
- শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত 52 হাজার 509 জন । মৃত্যু হয়েছে 857 জনের ।
- এখনও পর্যন্ত দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 19 লাখ 08 হাজার 254 । মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 39 হাজার 795 ।
- মহারাষ্ট্রে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 10,000 পুলিশকর্মী এবং মৃত্যু হয়েছে 107 জন পুলিশের।