পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"উৎসবে জওয়ানদের জন্য প্রদীপ জ্বালান", দেশবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর - নরেন্দ্র মোদি

আজ "মন কি বাত"-এ বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । বলেন, এই উৎসবে সেনার জন্যও একটি প্রদীপ জ্বালাতে ।

modi
modi

By

Published : Oct 25, 2020, 12:48 PM IST

দিল্লি, 25 অক্টোবর : সীমান্তে কর্মরত জওয়ানদের কথা উঠে এল প্রধানমন্ত্রীর "মন কি বাত"-এ । উৎসবে তাঁদের কথা মনে করে একটি প্রদীপ জ্বালানোর আর্জি জানালেন তিনি । বলেন, বীর সেনা এবং নিরাপত্তাবাহিনীর পাশে সারা দেশ রয়েছে ।

আজ "মন কি বাত"-এ দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি । বলেন, "জওয়ানরা তাঁদের পরিবার ছেড়ে দূরে আছে । সীমান্তে দেশের জন্য কাজ করছে । যাতে দেশের মানুষ সুরক্ষিত থাকে । "

তিনি আরও বলেন, "বছরের এই সময় ইদ, দীপাবলির মতো অনেক উৎসব আছে । কিন্তু সীমান্তে সেনা জওয়ানদের কথা মনে রাখতে হবে । যাঁরা উৎসবের সময়েও সীমান্তে আমাদের রক্ষার কাজ করছে । আপনারা বাড়িতে তাঁদের জন্য একটি করে প্রদীপ জ্বালান । "

এরপর প্যানডেমিক প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর কথায় । দেশের মানুষ উৎসব উদযাপনের সময় ধৈর্য্য রেখেছে বলে মন্তব্য করেন তিনি । বলেন, "এই সংকটের সময় মানুষ ধৈর্য্য রেখেছে । দশেরা সেই ধৈর্য্য জয়েরই উৎসব । আজ আপনারা নিয়মের সঙ্গে উৎসব পালন করছেন । কোভিড যুদ্ধে আমরা লড়াই করছি । জয় আসবেই । "

দীপাবলির কেনাকেটায়ও "ভোকাল ফর লোকাল"-এর উপর জোর দেন প্রধানমন্ত্রী । দীপাবলির কেনাকেটার জন্য স্থানীয় দোকানের উপর ভরসা করতে বলেন । স্থানীয় দোকান থেকেই উৎসবের সামগ্রী কেনার আর্জি জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details