কোঝিকোড়, 8 অগাস্ট : ভয়ঙ্কর এক শব্দ ! কিছুক্ষণের জন্য সব চুপ । এরপরেই শুরু হয় চিৎকার-আর্তনাদ । প্রথমে বুঝে উঠতে পারেননি ঠিক কী হয়েছে, বিমানবন্দরে ছুটে যান । যা দেখলেন তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি বলে জানালেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী । বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল । সিটের তলায় আটকে থাকা শিশুরা ভয়ে চিৎকার করছে । আহতদের রক্তে ভিজে যাচ্ছিল ওই ব্যক্তির শার্ট ।
তখনও বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে । তার মধ্যে শুধুই চিৎকার শোনা যাচ্ছে । শোনা যাচ্ছে আর্তনাদ । ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা । তাঁরা পৌঁছানোর আগেই কয়েকজন বিমান থেকে বেরিয়ে এসেছেন । তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । পা ভেঙে গেছে অনেকের । দেরি না করে দ্রুত উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয়রা । ওই ব্যক্তি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "আহতদের রক্তে আমার হাত ও শার্ট ভিজে যাচ্ছিল ।" স্থানীয় আরও একজন ওই সময় উদ্ধারের কাজে হাত লাগান। তিনি জানান, ককপিট ভেঙে আহত পাইলটকে বের করে আনা হয় । এরই মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছায় ঘটনাস্থানে । পাশাপাশি স্থানীয়রা আহতদের গা়ড়িতে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে শুরু করেন ।
দুর্ঘটনাস্থানের চারপাশে তখন রক্তে ভেজা কাপড় । এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আতঙ্কিত শিশুরা। শোনা যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ । ভেঙে পড়ে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান । দু'টুকরোর মধ্যে থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে । তখনও তাঁরা বুঝে উঠতে পারেননি, কিছুক্ষণ আগেই ঠিক কী হয়েছে ।
স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করার পর-পরই ঘটনাস্থানে উদ্ধারের দু'টি দল পৌঁছায় । পৌঁছায় স্থানীয় পুলিশ । বিমানের ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের টেনে বের করার চেষ্টা করেন তাঁরা । যন্ত্রণায় আর্তনাদ করছিলেন প্রত্যেকে । শিশুরা, যাঁদের অনেকের বয়স চার-পাঁচেরও কম তাঁরা উদ্ধারকর্মীদের আঁকড়ে ধরার চেষ্টা করছিল । যাত্রীদের ব্যাগ, জিনিসপত্র থেকে ছিঁড়ে যাওয়া জুতো সবই এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে পড়ে । একইরকম দৃশ্য ছিল হাসপাতালেও । সেখানেও শোনা গেল আহতদের চিৎকার । তাঁদের চিকিৎসার জন্য তৎপর স্বাস্থ্যকর্মীরা ।
বন্দে ভারত মিশনে দুবাই থেকে কালিকট ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX-1344, B 737। গত সন্ধেয় 7টা 40 মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি । মৃত্যু হয় পাইলটসহ অন্ততপক্ষে 18 জনের । এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, "184 জন যাত্রী ছিলেন । ছয়জন বিমানকর্মী ছিলেন । পাইলটদের মৃত্যু হয়েছে । আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি । "