মুম্বই, 16 অগাস্ট : অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) । মুম্বইয়ের প্যারলে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ও মুম্বই সেন্ট্রালের বি ওয়াই এল নায়ার হাসপাতালকে অনুমোদন দেওয়া হয়েছে । অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । 20 থেকে 50 বছরের মধ্যে যাঁদের বয়স, এমন 320 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ।
বৃহন্মুম্বই পৌরনিগম ইতিমধ্যেই মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য । এর মধ্যে মুম্বইয়েরই দু'টি হাসপাতাল রয়েছে । সূত্রের খবর, পুণের বি জে মেডিকেল কলেজকেও বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে ।
মুম্বইয়ের ওই দুই হাসপাতাল এখন শুধু মহারাষ্ট্রের এথিক্যাল কমিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছে । বৃহন্মুম্বই পৌরনিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, "দু'টি হাসপাতালের প্রতিটিতে 160 জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা করা হবে । যাঁদের উপর পরীক্ষা করা হবে, তাঁদের স্বাস্থ্যবান হতে হবে । কোনওরকম শারীরিক অসুস্থতা নেই এমন স্বেচ্ছাসেবকদের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন ।"