দিল্লি, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা ও বিভিন্ন কাজের সূত্রে থাকা কাশ্মীরিরা নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন। অনেকে হেনস্থার শিকার হয়েছেন। কেন্দ্রীয় সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরিদের সাহায্যে এগিয়ে এসেছে CRPF। তারা টোল ফ্রি নম্বর চালু করেছে। কাশ্মীরিদের সঙ্গে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটলে তারা ১৪১১ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন বা ৭০৮২৮১৪৪১১ নম্বরে SMS করতে পারবেন। জম্মু ও কাশ্মীর পুলিশও দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরি পড়ুয়াদের জন্য হেল্পলাইন চালু করেছে।
কাশ্মীরিদের হেনস্থা থেকে বাঁচাতে টোল ফ্রি নম্বর চালু করল CRPF - pulwama attack
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা ও বিভিন্ন কাজের সূত্রে থাকা কাশ্মীরিরা নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন। অনেকে হেনস্থার শিকার হয়েছেন। কেন্দ্রীয় সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরিদের সাহায্যে এগিয়ে এসেছে CRPF।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর দেশের নানা প্রান্তে কাশ্মীরি পড়ুয়া ও চাকরিজীবীরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ সামনে এসেছে। দেরাদুনে কয়েকজন কাশ্মীরি পড়ুয়াকে উঠে যেতে বলেছেন বাড়ির মালিক। যদিও দেরাদুন পুলিশের তরফে কাশ্মীরি পড়ুয়াদের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া হেনস্থার খবর এসেছে বিহার ও হরিয়ানা থেকেও।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, "পুলওয়ামায় জঙ্গি হামলার পর কাশ্মীরি ছাত্রদের বিভিন্ন রাজ্যে হুমকির মুখে পড়তে হচ্ছে। মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এবিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ জারি করা হয়েছে।"