বেঙ্গালুরু, 11জুন : নার্সারি থেকে সপ্তম শ্রেণি অবধি পড়ুয়াদের অনলাইন ক্লাসে নিষেধাজ্ঞা জারি করল কর্নাটক সরকার।
এর আগে গতকাল কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছিলেন, পঞ্চম শ্রেণি অবধি অনলাইন ক্লাস নেওয়া যাবে না। আজ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠক বসে। বৈঠকে অভিভাবকদের অভিযোগের পর্যালোচনার ভিত্তিতে আপাতত সপ্তম শ্রেণি অবধি অনলাইন ক্লাস স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এস সুরেশ কুমার বুধবার জানান, "অনলাইন ক্লাস নিয়ে আমাদের কাছে বহু অভিযোগ এসেছে। বিশেষত L kG, U KG ও প্রাথমিক শ্রেণিগুলির পড়ুয়াদের অনলাইন ক্লাস নেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা বিশেষজ্ঞ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর অধিকর্তা দের সঙ্গে বৈঠক করেছি এবং তারা জানিয়েছেন স্ক্রিন টাইম (কতক্ষণ অনলাইনে ক্লাস চলছে), সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির গাইডলাইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যে সকল বিদ্যালয় অনলাইন ক্লাসের নামে অতিরিক্ত টাকা নেবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। "
তিনি আরও বলেন, " ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা অনলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধাগুলি পর্যালোচনা করবে। দশ দিন পরে ওই কমিটি একটি রিপোর্ট জমা দেবে। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। "