ভোপাল ও দিল্লি, 10 মার্চ : কোন দিকে ঘুরছে মধ্যপ্রদেশের রাজনীতির চাকা? এই নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা ৷ 17 জন কংগ্রেস বিধায়ক গতরাতেই বিমানপথে পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে ৷ এদের সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে ৷ এই ঘটনার পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না সিন্ধিয়াকে ৷ এবার জল্পনাকে আরও উসকে দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা BJP নেতা নরোত্তম মিশ্রও আজ দিনের শুরুতে বলেছিলেন, "সিন্ধিয়াজিকে দলে স্বাগত ৷"
গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 17 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না ৷ প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "আমরা সিন্ধিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ কিন্তু আমাদের বলা হয়েছে তাঁর সোয়াইন ফ্লু হয়েছে ৷ তাই কথা বলা সম্ভব হয়নি ৷"