পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনাকে হারিয়েছেন, সুস্থ হতেই ফের লড়াইয়ে নামতে চান চিকিৎসক - লখনউ

আইসোলেশনের সময়টা পার হলেই ফের লড়াইয়ে নামতে চান । আবারও নিজেকে নিয়োজিত করতে চান সংক্রমিত মানুষদের সুস্থ করে তোলার কাজে । সুস্থ হয়ে ওঠার পর বললেন লখনউয়ের চিকিৎসক তৌসিফ খান ।

ছবি
ছবি

By

Published : Apr 8, 2020, 4:07 PM IST

Updated : Apr 9, 2020, 11:29 AM IST

লখনউ, 8 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । ভরতি ছিলেন হাসপাতালে । আর কয়েকদিন লড়াইয়ের পর এখন তিনি সুস্থ । গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । কিন্তু, বেশিদিন বাড়িতে থাকতে চান না । লখনউয়ের ডাক্তারবাবু জানিয়ে দিয়েছেন, ফের লড়াইয়ে নামতে চান ।

লখনউয়ের বাসিন্দা তৌসিফ খান । কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসক । হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আর ঘরে বসে কাটাতে নারাজ তিনি । কারণ গোটা দেশ যে কোরোনার বিরুদ্ধে লড়ছে । সেখানে নিজের দায়িত্ব কী করে ভুলে যান তিনি ? তাই এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , "কোরোনা সংক্রমিত মানুষদের পাশে দাঁড়াতে আমি প্রস্তুত । আমার ওখানেই থাকা প্রয়োজন । কারণ আমি ওই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি । কী হতে পারে তা আমি রোগীদের ভালোভাবে বোঝাতে পারব ।"

কিন্তু, এখন কাজে যোগ দিতে চাইলেই তো পারবেন না । নিয়ম মেনে রয়েছেন 14 দিনের আইসোলেশনে । আর এই কটা দিন শেষের অপেক্ষায় রয়েছেন তিনি । এই সময়টা পার হলেই ফের নামতে চান লড়াইয়ে। আবারও নিজেকে নিয়োজিত করতে চান সংক্রমিত মানুষদের সুস্থ করে তোলার কাজে ।

হাসপাতালে যখন ভরতি ছিলেন, সেই সময়ও নিজের দায়িত্ব পালন করে গেছেন তিনি । ফোনে বাকি রোগীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন । আর এবার ফের ময়দানে নামতে প্রস্তুত তিনি ।

Last Updated : Apr 9, 2020, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details