পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ থেকে সাময়িকভাবে বন্ধ জেট - amritsar

আজ রাত সাড়ে দশটার পরই সব উড়ান পরিষেবা বন্ধ করে দিতে চলেছে জেট এয়ারওয়েজ়।

জেট

By

Published : Apr 17, 2019, 8:18 PM IST

দিল্লি, ১৭ এপ্রিল : বোর্ডের বৈঠকে গতকালই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে জেটের CEO বিবেক দুবের উপর কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত আজকেই বাস্তবায়িত করে দিল জেট এয়ারওয়েজ়। এক বছর আগেও জেটের 120টি বিমান চলত। আর আজ রাত সাড়ে দশটার পরই সব উড়ান পরিষেবা বন্ধ করে দিতে চলেছে জেট এয়ারওয়েজ়। জেট এয়ারওয়েজ়ের শেষ বিমানটি আজ রাতে আকাশে উড়বে অমৃতসর থেকে দিল্লির উদ্দেশে।

জেট এয়ারওয়েজ়কে ঘুরে দাঁড় করাতে ঋণদাতারা তহবিল জোগানের কথা দিয়েছিলেন। তবে পরিষেবা চালু রাখতে SBI নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠীর কাছে ৪০০ কোটি টাকার আপৎকালীন অর্থের দাবি করেও তা পায়নি জেট। শুক্রবারই জানা গেছিল, প্রায় ফুরিয়েছে জ্বালানি ভরার ও পরিষেবা সচল রাখার টাকা। এমন অবস্থায় আপাতত বন্ধ করা হবে জেট এয়ারওয়েজ়। অবশ্য সূত্রের খবর, সাময়িক বলা হলেও, আদতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ঋণ জর্জরিত এই বিমানসংস্থাকে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details