দিল্লি ও টোকিও, 13 ডিসেম্বর : জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত রাখা হল । অদূর ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই বৈঠক করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের এই বৈঠক স্থগিত করার সিদ্ধান্তের কথা দিল্লি ও টোকিও উভয়ে জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় এর সত্যতা স্বীকার করে বলেছেন, নিকট ভবিষ্যতে পরস্পর আলোচনার ভিত্তিতে এই সফর হবে ।
জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত - শিনজো আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত রাখা হল । অদূর ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই বৈঠক করবে ।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন , নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গুয়াহাটিতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে আজ সংবাদমাধ্যমের খবর ছিল যে গুয়াহাটিতে নিরাপত্তা কারণে শিনজ়ো আবে ভারত সফর বাতিল করার বিষয়ে বিবেচনা করছেন ।
নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে অসমে গত দু'দিন ধরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ চলছে । হাজার হাজার মানুষ এই বিলটি বাতিল করার দাবিতে কারফিউয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমেছে। গুলিবিদ্ধ হয়ে দু'জন মারা গেছেন ।