শ্রীনগর, 17 অগাস্ট : 13 দিন পর নিরাপত্তা শিথিল করার কথা ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন । জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার ।
- হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা ।
- সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো, যাতে পাথর ছোঁড়ার ঘটনা নিয়ন্ত্রণে আনা যায় ।
- নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা । যেদিকে বিশেষভাবে নজর দেবে সেনা ।
- ধর্মীয় নেতা ও স্থানীয় প্রভাবশালীদের উপর নজর রাখা যাতে কেউ কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটাতে পারে ।