দিল্লি, ২২ ফেব্রুয়ারি : সংশোধনাগারের বাকি আসামীদের মগজধোলাই করছে পাকিস্তানের সাত বিচারাধীন বন্দী। তাই তাদের অবিলম্বে জম্মু জেলে থেকে তিহার জেলে সরানো হোক। এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। শীর্ষ আদালত বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশও পাঠিয়েছে।
জম্মু সংশোধনাগারে অন্যদের মগজধোলাই পাকিস্তানি বন্দীদের, অন্যত্র সরানোর আবেদন - india
আসামীদের মগজধোলাই করছে পাকিস্তানের সাত বিচারাধীন বন্দী। তাই তাদের জম্মু জেলে থেকে তিহার জেলে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল জম্মু ও কাশ্মীর।
জম্মু জেলের বাকি বন্দীদের মগজধোলাই করছে সেই সংশোধনাগারেরই সাত বিচারাধীন পাকিস্তানি বন্দী। তাদের পাল্লায় পড়ে বিগড়ে যাচ্ছে বাকি বন্দীরাও। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিচারাধীন পাকিস্তানি বন্দীদের তিহার জেলে সরানোর আবেদন করে জম্মু ও কাশ্মীর সরকার। জম্মু ও কাশ্মীর সরকারের তরফে স্ট্যান্ডিং কাউন্সিল শোয়েব আলমের আদালতে আবেদন, তিহার জেলে ওই বন্দীদের সরানো সম্ভব না হলেও তাদের যেন অন্য কোনও অতি সুরক্ষিত সংশোধনাগারে সরানোর ব্যবস্থা করা হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি এল এন রাও ও এম আর শাহ-র বেঞ্চ বিষয়টি কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।