পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্থানীয় গ্যাংস্টারদের কাজে লাগাচ্ছে ISI : সূত্র - স্থানীয় গ্যাংস্টারদের কাজে লাগাচ্ছে ISI

ISI এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংস্থাগুলি কয়েকজন নেতাকে টার্গেট করার জন্য পাঁচ গ্যাংস্টারকে দায়িত্ব দিয়েছে । এই পাঁচ গ্যাংস্টারের মধ্যে দু'জন পলাতক এবং পুলিশ তাদের খোঁজ করছে । বাকি তিনজন পঞ্জাবের বিভিন্ন জেলে বন্দি । জানাল চণ্ডীগড় গোয়েন্দা ইউনিট ।

ISI
ISI

By

Published : Aug 24, 2020, 10:55 PM IST

চণ্ডীগড়, 24 অগাস্ট : সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির সতর্কতার কারণে পাকিস্তানের ISI ও তার বিভিন্ন সন্ত্রাসবাদী দল যারা ভারতে কোনও আক্রমণ চালাতে পারছে না, তারা এখন স্থানীয় গ্যাংস্টারদের দিয়ে নিজেদের কাজ করাচ্ছে । সম্প্রতি পাওয়া এই সূত্র ভারতের গোয়েন্দা সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও সতর্ক করেছে । সম্প্রতি, সন্ত্রাসবাদী ও স্থানীয় গ্যাংস্টারদের মধ্যে এই ধরনের সম্পর্ক রয়েছে এমন তথ্য দিয়ে গোয়েন্দা সংস্থার সমস্ত ইউনিটকে সতর্ক করেছে চণ্ডীগড় গোয়েন্দা ইউনিট ।

কিছু গ্যাংস্টারের নাম প্রকাশের পাশাপাশি এই ইনটেলিজেন্স উইংটি অন্যান্য ইউনিটকে সতর্ক করে জানায়, ISI ও তার অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলি এই গ্যাংস্টারদের সঙ্গে যোগাযোগ করে ভারতে হামলা চালানোর জন্য তাদের কাজ দেয় । এদের মধ্যে কিছু গ্যাংস্টার পলাতক এবং কিছু জেলে বন্দী রয়েছে ।

এক প্রবীণ সরকারি আধিকারিক দাবি করেন, ISI সম্ভবত এই স্থানীয় ও অত্যন্ত প্রভাবশালী গ্যাংস্টারদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করার চেষ্টা করতে পারে । কিছুদিন আগেই জারি করা একটি সতর্কবার্তায় সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির এই পঞ্জাব ইউনিটটি জানায়, ISI এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংস্থাগুলি কয়েকজন নেতাকে টার্গেট করার জন্য পাঁচ গ্যাংস্টারকে দায়িত্ব দিয়েছে । এই পাঁচ গ্যাংস্টারের মধ্যে দু'জন পলাতক এবং পুলিশ তাদের খোঁজ করছে । বাকি তিনজন পঞ্জাবের বিভিন্ন জেলে বন্দি রয়েছে । এই গ্যাংস্টাররা জেল থেকেই কয়েক ডজন হত্যা, ডাকাতি, মাদক দ্রব্য ও অন্যান্য পাচার চালানোর সঙ্গে জড়িত । স্থানীয় পুলিশকে এই স্থানীয় গ্যাংস্টারদের খোঁজখবর রাখতে এবং জেলে থাকলেও তাদের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে ।

এক আধিকারিকের মতে, ISI-এর এই কৌশলের পিছনে কারণগুলি হ'ল ISI-এর মেরুদণ্ড স্থানীয় স্লিপার সেলগুলি প্রায় নির্মূল হয়ে গিয়েছে বা তারা কাজ করতে অস্বীকার করেছে । কারণ তারা নিরাপত্তা বাহিনীর হাতে খতম হওয়ার আশঙ্কা করছে । এছাড়াও, স্থানীয় স্লিপার সেলগুলি নিয়ন্ত্রণের জন্য শীর্ষস্তরের কমান্ডার খুব কমই রয়েছে । স্থানীয় গ্যাংস্টাররা সহজেই রাজ্যগুলিতে উপাদান সংগ্রহ করতে এবং আক্রমণ চালাতে পারে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিজেদের কাজ হাসিল করতে তাই এবার তাদের দিকেই ঝুঁকছে ।

ABOUT THE AUTHOR

...view details