পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইসরাত জাহান মামলা থেকে বানজ়ারা ও আমিনকে অব্যাহতি

ইসরাত জাহান ভুয়ো সংর্ঘষ মামলায় গুজরাতের প্রাক্তন পুলিশ অধিকর্তা DG বানজ়ারা ও NK আমিনকে অব্যাহতি দিল CBI কোর্ট ।

ফাইল ফোটো (সৌজন্যে ফেসবুক)

By

Published : May 2, 2019, 1:29 PM IST

Updated : May 2, 2019, 4:34 PM IST

দিল্লি, 2 মে : ইসরত জাহান এনকাউন্টার মামলায় আজ CBI আদালত গুজরাতের দুই পুলিশ ডি জি বানজ়ারা ও এন কে আমিনকে রেহাই দিল । এর আগে গুজরাত পুলিশের প্রধান পি পি পান্ডেকেও রেহাই দিয়েছে CBI আদালত । তবে তার আগে তাঁকে প্রায় 19 মাস জেল হেপাজতে পাঠাতে হয় ।

2004 সালের জুনে আহমেদাবাদের কাছে গুজরাত পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় 19 বছরের ইসরত জাহান সহ চারজনের । পুলিশের দাবি ছিল নিহতরা সকলেই লস্কর জঙ্গি ছিল । আরও দাবি করা হয়, গুজরাতের তৎকালীন নরেন্দ্র মোদিকে খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল তারা ।

2013 সালে CBI চার্জশিট পেশ করে । সেখানে গুজরাতের সাতজন পুলিশ অফিসারের নাম ছিল । এদের মধ্যে অন্যতম পি পি পান্ডে, ডি জি বানজ়ারা, জি এল সিঙ্ঘল ।

Last Updated : May 2, 2019, 4:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details