পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে নতুন করে আক্রান্ত 22 হাজার 752 জন - corona death in india

বুধবার নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 22 হাজার 752 জন ৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 482 জনের ৷

নতুন করে আক্রান্ত 22 হাজার 752 জন, 482টি মৃত্যু
নতুন করে আক্রান্ত 22 হাজার 752 জন, 482টি মৃত্যু

By

Published : Jul 8, 2020, 3:17 PM IST

দিল্লি, 8 জুলাই : দেশে আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও ৷ বুধবার নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 22 হাজার 752 জন ৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 482 জনের ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 7 লাখ 42 হাজার 412 জন ৷ মৃত্যু হয়েছে 20 হাজার 642 জনের ৷ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ ICMR-এর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট 1 কোটি 4 লাখ 73 হাজার 771 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে মঙ্গলবার 2 লাখ 62 হাজার 771 জনের নমুনা পরীক্ষা করা হয়েছ ৷

দেশে আক্রান্তের নিরিখে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র ৷ রাজ্যটিতে রেকর্ড 2 লাখ 17 হাজার 121 জন কোরোনায় আক্রান্ত ৷ তার পরই রয়েছে তামিলনাড়ু ৷ সংখ্যাটা 1 লাখ 18 হাজার 594 জন ৷ মৃতের সংখ্যা 1,636 জন ৷ তামিলনাড়ুর পরেই রয়েছে দিল্লি ৷ এদিকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃ্ত্যু হয়েছে 9 হাজার 250 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যটিতে 224 জনের মৃত্যু হয়েছে ৷

গত 24 ঘণ্টায় দেশের রাজধানীতে 2,008 জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 50 জনের ৷ দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 1 লাখের গণ্ডি পার করেছে ৷ মৃতের সংখ্যা 3 হাজার ছাড়িয়েছে ৷ সপ্তাহের শুরুতেই কোরোনা আক্রান্তের নিরিখে বিশ্বে তিন নম্বরে উঠে এসেছে ভারত ৷ অ্যামেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details