দিল্লি, 31 জানুয়ারি : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 13 হাজার 52 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 13 হাজার 83 জন ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সংখ্যাটা কমেছে ৷ আজ 13 হাজার 965 জন ছাড়া পেয়েছে ৷ গতকাল সংখ্যাটা ছিল 14 হাজার 808 জন ৷
দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ - corona update
গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 13 হাজার 52 জন ৷ মৃত্যু হয়েছে 127 জনের ৷
একদিনে মৃত্যু হয়েছে 127 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 137 ৷ এই নিয়ে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা হল 1 কোটি 7 লাখ 33 হাজার 131 ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 1 কোটি 4 লাখ 9 হাজার 160 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 54 হাজার 147 ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 69 হাজার 824 ৷
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 20 লাখ 23 হাজার 814 ৷ কর্নাটক রয়েছে দ্বিতীয় স্থানে ৷ মোট আক্রান্ত 9 লাখ 38 হাজার 865 জন ৷ এরপর রয়েছে কেরালা ৷ সেখানে মোট আক্রান্ত 9 লাখ 23 হাজার 912 জন ৷