পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বস্তি মধ্যবিত্তের, বাজেটে কমল আয়করের হার - Budget 2020 and income tax

5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না ৷ 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে 10 শতাংশ কর পড়বে ৷

Union budget 2020 and income Tax
বাজেট 2020

By

Published : Feb 1, 2020, 1:13 PM IST

Updated : Feb 1, 2020, 7:39 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে মধ্যবিত্তের জন্য স্বস্তি ৷ আয়করের হার কমানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ উল্লেখ্য, আগের মতোই 5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না ৷ বার্ষিক 5 থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে 10 শতাংশ, 7.5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ 15 শতাংশ, 10 থেকে 12. 5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কর দিতে হবে 20 শতাংশ, 12. 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত যাঁদের আয় তাঁদের কর দিতে হবে 25 শতাংশ ৷ 15 লাখের বেশি আয় হলে নতুন নিয়মে 30 শতাংশ কর দিতে হবে ৷ ঘোষণা করলেন নির্মলা ৷

নয়া বাজেটে বাড়তি সেভিংস

প্রসঙ্গত, পুরোনো নিয়মে বার্ষিক 5 লাখ টাকার আয় করমুক্ত থাকলেও 5-10 লাখে 20 শতাংশ আয়কর দিতে হত ৷ বর্তমান কাঠামোর (5 থেকে 7.5 লাখ পর্যন্ত 10 শতাংশ) তুলনায় যা ছিল অনেকটাই বেশি ৷ আবার 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ পর্যন্ত আয়কর ধার্য ছিল বিগত অর্থবর্ষে ৷ আজকের বাজেটে তাও 10 শতাংশ কমল ৷ তবে এবার আয় কাঠামোকে কিছুটা অন্যভাবে ভাঙা হয়েছে ৷

কমল আয়করের হার

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "আয়কর দাতাদের হয়রানি কমাতে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেবে ৷ করদাতাদের নাজেহাল করা অপরাধ ৷" এরই সঙ্গে আয়কর আইন সংশোধনের প্রস্তাব দেন নির্মলা সীতারমন ৷ আয়কর আইনে নতুন সনদেরও প্রস্তাব রাখেন ৷ মনে করিয়ে দেন, করদাতারা যাতে কোনও অসুবিধেয় না পড়েন সেই দিকে নজর দিচ্ছে সরকার ৷ করদাতাদের সুবিধা করে দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷

বাজেটে কমল আয়করের হার

এছাড়াও দেশে আয়কর আদায়ের পরিধি বেড়েছে ও গত 2 বছরে নতুন 60 লাখ করদাতা তৈরি হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী ৷

Last Updated : Feb 1, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details