দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে মধ্যবিত্তের জন্য স্বস্তি ৷ আয়করের হার কমানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ উল্লেখ্য, আগের মতোই 5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না ৷ বার্ষিক 5 থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে 10 শতাংশ, 7.5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ 15 শতাংশ, 10 থেকে 12. 5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কর দিতে হবে 20 শতাংশ, 12. 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত যাঁদের আয় তাঁদের কর দিতে হবে 25 শতাংশ ৷ 15 লাখের বেশি আয় হলে নতুন নিয়মে 30 শতাংশ কর দিতে হবে ৷ ঘোষণা করলেন নির্মলা ৷
প্রসঙ্গত, পুরোনো নিয়মে বার্ষিক 5 লাখ টাকার আয় করমুক্ত থাকলেও 5-10 লাখে 20 শতাংশ আয়কর দিতে হত ৷ বর্তমান কাঠামোর (5 থেকে 7.5 লাখ পর্যন্ত 10 শতাংশ) তুলনায় যা ছিল অনেকটাই বেশি ৷ আবার 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ পর্যন্ত আয়কর ধার্য ছিল বিগত অর্থবর্ষে ৷ আজকের বাজেটে তাও 10 শতাংশ কমল ৷ তবে এবার আয় কাঠামোকে কিছুটা অন্যভাবে ভাঙা হয়েছে ৷