দিল্লি, ১৮ মার্চ : স্বাধীন ভারতে এখনও পর্যন্ত যতজন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, তাঁদের মধ্যে মনোহর পার্রিকরের নাম বিশেষ উল্লেখযোগ্য। জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য প্রথমে মায়ানমার ও পরে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক চালানোর জন্য তাঁকে মনে রাখবে দেশ।
ডিউটির পর কেউ বিশ্রাম করছিলেন। কেউ বা প্রিয়জনের সঙ্গে ফোনে ব্যস্ত ছিলেন। সেসময় হঠাৎ কয়েকজন জঙ্গি বেপরোয়া গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। দিনটা ছিল ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। সময় সকাল ৫ টা ৩০ মিনিট। জম্মু- কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলা চালায় কয়েকজন জঙ্গি। ঘটনায় শহিদ হন ২৩ জন জওয়ান। আহত হয়েছিলেন ২০ জন। ঘটনার পর উত্তাল হয়ে ওঠে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন বলেছিলেন, "আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, এরকম ঘৃণ্য কাজ যারা করেছে তাদের শাস্তি পেতে হবে।"
সেইসময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মনোহর পর্রিকর। ঘটনার পর তিনি বলেন, "বিষয়টি ভীষণ স্পর্শকাতর। বিষয়টি নিয়ে আমি বেশি কথা বলব না। তবে, এই হামলায় যারা জড়িত তাদের রেয়াত করা হবে না বলে প্রধানমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুধু বিবৃতি হিসেবেই থেকে যাবে না। কীভাবে শাস্তি দেওয়া হবে তা আমরা দেখছি।" তাঁর এই প্রতিক্রিয়া দেওয়ার ঠিক ৮ দিনের পর অর্থাৎ ২৯ সেপ্টেম্বর উরি হামলার জবার দেয় ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। সেখানে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় সেনা। রিপোর্ট অনুযায়ী ২ পাকিস্তানি সেনাসহ ৩৮ জঙ্গি নিকেশ হয় এই অভিযানে। সূত্রের খবর, এই অভিযান চালানোর জন্য সেনাদের কর্ণাটকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
ঘটনার পর সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMO) রণবীর সিং বলেন, এই অভিযানে কমপক্ষে ২০টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কাছে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের খবর ছিল। সেইমতো নিয়ন্ত্রণরেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। একাধিক জঙ্গির মৃত্যুও হয়েছে।