পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আমি NCP-তেই আছি', টুইট অজিত পাওয়ারের - শিবসেনা বিজেপি বিরোধ

অজিত পাওয়ার টুইট করেছেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি সবসময় NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

অজিত পাওয়ার

By

Published : Nov 24, 2019, 8:10 PM IST

Updated : Nov 24, 2019, 10:45 PM IST

মুম্বই, 24 নভেম্বর : মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে এমনই টুইট করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ টুইটে রাজ্যবাসীকে আশ্বস্তও করেন তিনি ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্যও আবেদন জানান তিনি ৷ একইসঙ্গে রাজ্যবাসীকে ধৈর্য ধরার আবেদন করেন ৷

টুইটে অজিত লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি সবসময় NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

'চাণক্য' অমিত শাহের শেষ মুহূতের মাষ্টার স্ট্রোকের সাক্ষী থেকেছিল গোটা দেশের রাজনৈতিক মহল ৷ শুক্রবার রাত পর্যন্ত ঠিক ছিল মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে NCP-শিব সেনা জোট । কিন্তু রাত পোহানোর আগেই আমূল বদলে গেল সেই ছবিটা । BJP-NCP সরকার গঠন করল ।শনিবার ভোর রাতে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও অনিশ্চয়তার মেঘ পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের ৷ নতুন করে জলঘোলা হতে শুরু করেছে NCP প্রধান শরদ পাওয়ারের ঘোষণা নিয়ে ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ NCP নেতৃত্ব অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

উল্লেখ্য, অজিত পাওয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCP বিধায়ক দিলীপ বাঙ্কার ৷ তাঁকে আজ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর সমর্থন NCP-র প্রতিই আছে ৷ BJP-র সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই ৷

আরও পড়ুন : অজিতের ভোল বদলে কালো ছায়া পাওয়ার পরিবারে

আরও পড়ুন : কাল ফের শুনানি , 2টি চিঠি পেশের নির্দেশ শীর্ষ আদালতের

এদিকে আজ সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের নতুন সরকারকে ৷ আগামীকাল সকাল 10 টার মধ্যে বিধায়কদের সমর্থন সম্পর্কিত যাবতীয় তথ্য শীর্ষ আদালতে পেশ করতে বলা হয়েছে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে ৷ ফলে ফের একবার মহারাষ্ট্রের ক্ষমতা দখলের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

Last Updated : Nov 24, 2019, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details