পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি - hyderabad woman raped and murdered

পরপর তিনদিন দেশের তিন জায়গায় নির্মমভাবে ধর্ষণের শিকার হলেন তিন যুবতি । একের পর এক ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । তোলপাড় সোশাল মিডিয়া । প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ।

ছবি
ছবি

By

Published : Nov 30, 2019, 11:59 PM IST

দিল্লি, 30 নভেম্বর : আবার যেন নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরে এল । পরপর তিনদিন দেশের তিন জায়গায় নির্মমভাবে ধর্ষণের শিকার হলেন তিন যুবতি । একের পর এক ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । প্রশ্ন উঠছে,তাহলে কি নিজের এলাকায়, নিজের শহরেও সুরক্ষিত নন মেয়েরা । প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে । প্রতিবাদে দেশের নানা প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল । কিন্তু এর শেষ কোথায় ?

16 ডিসেম্বর 2012 । নির্ভয়া কাণ্ড । বন্ধুর সঙ্গে বাসে ফিরছিলেন যুবতি । ছ'জন মিলে ধর্ষণ করে তাঁকে । সেই ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । 2013 সালের 7 জুন ৷ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কামদুনি ৷ 9 জন মিলে কলেজ ছাত্রীকে অপহরণ করে নৃসংশ ভাবে খুন করে ৷ 26 নভেম্বর 2019 । ঝাড়খণ্ড । বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন আইনের ছাত্রী । তাঁকে ইটভাটায় টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা । যুবতিকে গান পয়েন্টে রেখে দফায় দফায় 12 জন মিলে ধর্ষণ করে ৷ এই ঘটনার ঠিক পর দিন । 27 নভেম্বর । হায়দরাবাদ । রাতের রাস্তায় গণধর্ষণের শিকার পশু চিকিৎসক । বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী যুবতি ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডারপাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় ট্রাক চালক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 28 নভেম্বর । তামিলনাড়ু । মুদির দোকান থেকে ফিরছিলেন যুবতি । চারজন মিলে ধর্ষণ করে তাঁকে । কে আগে ধর্ষণ করবে সেই বচসাতে সাগরেদদের হাতেই খুন হয় এক দুষ্কৃতী ।

দেখুন ভিডিয়ো

এরকম একটা বা দুটো নয় । প্রায় প্রতিদিনই দেশজুড়ে এরকম ধর্ষণের ঘটনা ঘটে চলেছে । পরিসংখ্যান অন্তত তাই বলছে । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ । 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 3.38 লাখে । 2017 সালে 3.59 লাখ । তবে এটা শুধু নথিভুক্ত হওয়া কেসের সংখ্যা । অজান্তেই রোজ চাপা পড়ছে এরকম বহু ঘটনা । ধর্ষণ প্রতিরোধে দেশজুড়ে আরও সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন । গঠিত হচ্ছে একাধিক টিম, হেল্পলাইন । 2013 সালে তৈরি হয় নির্ভয়া আইন । কিন্তু কমছে না ধর্ষণের সংখ্যা ।

হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পর ফের একবার পথে নেমেছে মানুষ । ভিড় বাড়ছে রাজপথের মোমবাতি মিছিলে । তোলপাড় সোশাল মিডিয়া । অভিযুক্তদের ফাঁসির দাবি উঠছে । টুইটারে হ্যাশট্যাগের ছড়াছড়ি । সমাজবিজ্ঞানীরা বলছেন, সচেতনতা, শিক্ষা, আত্মোপলব্ধি থেকে আজও বহুদূরে জনসমাজ । সেকারণেই সমাজের DNA থেকে মোছা যাচ্ছে না এই অপরাধ প্রবণতা । তাহলে কীভাবে কমানো যাবে ধর্ষণের সংখ্যা? থেকে যাচ্ছে প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details