দিল্লি, 30 নভেম্বর : আবার যেন নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরে এল । পরপর তিনদিন দেশের তিন জায়গায় নির্মমভাবে ধর্ষণের শিকার হলেন তিন যুবতি । একের পর এক ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । প্রশ্ন উঠছে,তাহলে কি নিজের এলাকায়, নিজের শহরেও সুরক্ষিত নন মেয়েরা । প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে । প্রতিবাদে দেশের নানা প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল । কিন্তু এর শেষ কোথায় ?
16 ডিসেম্বর 2012 । নির্ভয়া কাণ্ড । বন্ধুর সঙ্গে বাসে ফিরছিলেন যুবতি । ছ'জন মিলে ধর্ষণ করে তাঁকে । সেই ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । 2013 সালের 7 জুন ৷ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কামদুনি ৷ 9 জন মিলে কলেজ ছাত্রীকে অপহরণ করে নৃসংশ ভাবে খুন করে ৷ 26 নভেম্বর 2019 । ঝাড়খণ্ড । বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন আইনের ছাত্রী । তাঁকে ইটভাটায় টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা । যুবতিকে গান পয়েন্টে রেখে দফায় দফায় 12 জন মিলে ধর্ষণ করে ৷ এই ঘটনার ঠিক পর দিন । 27 নভেম্বর । হায়দরাবাদ । রাতের রাস্তায় গণধর্ষণের শিকার পশু চিকিৎসক । বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী যুবতি ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডারপাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় ট্রাক চালক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ 28 নভেম্বর । তামিলনাড়ু । মুদির দোকান থেকে ফিরছিলেন যুবতি । চারজন মিলে ধর্ষণ করে তাঁকে । কে আগে ধর্ষণ করবে সেই বচসাতে সাগরেদদের হাতেই খুন হয় এক দুষ্কৃতী ।