পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 12, 2019, 8:44 AM IST

ETV Bharat / bharat

15 কিলোমিটার লম্বা তেরঙ্গা ধরে মানববন্ধন রায়পুরে

15 কিলোমিটার লম্বা জাতীয় পতাকা ধরে মানববন্ধন দেখল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর । মোট 35টি সংস্থা মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গতাকল ।

15 কিলোমিটার লম্বা তেরঙ্গা ধরে মানববন্ধন রায়পুরে

রায়পুর, 12 অগাস্ট : 15 অগাস্ট 73তম স্বাধীনতা দিবস । সেই উপলক্ষ্যে 15 কিলোমিটার লম্বা জাতীয় পতাকা ধরে মানববন্ধন দেখল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর । রায়পুর শহরের আমপাড়া চক থেকে পণ্ডিত রবিশংকর শুক্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই মানববন্ধন দাঁড়িযেছিল ।

মোট 35টি সংস্থা মিলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল গতাকল । এই পতাকা নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ও অজিত যোগী ও বর্তমান মন্ত্রীরাও । সেখানে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শহিদ সেনাদের পরিবারকে সংবর্ধনা জানান ।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা এই 15 কিলোমিটাল লম্বা তেরঙ্গাকে বিশ্বরেকর্ড হিসাবে ঘোষণা করেন । এবং আয়োজকদের হাতে বিশ্বরেকর্ডের শংসাপত্র তুলে দেন ।

ABOUT THE AUTHOR

...view details