লখনউ, 4 জুন : অখিলেশের সঙ্গে জোট ভাঙলেন BSP সুপ্রিমো মায়াবতী । গতকাল দলের একটি অভ্যন্তরীণ বৈঠকে মায়াবতী দাবি করেন, "মহাগঠবন্ধন বেকার ।" সমাজবাদী পার্টির সঙ্গে BSP-র জোট যে সুফল দেয়নি তা ভোটের ফলেই প্রকাশিত । জোট ত্যাগ করার পর দলীয় বৈঠকে অখিলেশ সম্পর্কে দলিত নেত্রী বলেন, "অখিলেশ নিজের স্ত্রী ডিম্পল যাদবের জয়ই নিশ্চিত করতে পারেনি ।"
"মহাজোট বেকার", অখিলেশের সঙ্গ ত্যাগ মায়াবতীর - Alliance break
লোকসভা ভোটে বুয়া-ভাতিজা জোট কার্যকরী হয়নি । তাই অখিলেশের সঙ্গ ত্যাগ করলেন BSP নেত্রী মায়াবতী ।
বৈঠকে BSP সুপ্রিমো দাবি করেন, "দলিত ভোটের অনেকটাই ডিম্পল পেয়েছে । কিন্তু আমরা যাদবদের ভোট পাইনি । সমাজবাদী পার্টি সেখানেই জিতেছে, যেখানে মুসলিমরা ওদের বেশি করে ভোট দিয়েছে । এমন কী ওঁর (অখিলেশ) নিজের পরিবারও যাদবদের ভোটে জিততে পারেনি । সেকারণেই আসন্ন বিধানসভা উপনির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী ।
মায়াবতীর সিদ্ধান্ত, বিধানসভা উপনির্বাচনে (11টি আসন) BSP এবার একাই লড়াই করবে । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে BJP-কে হটাতে পরস্পর বিরোধী সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি একে অপরের হাত ধরেছিল । তাদের সঙ্গে ছিল রাষ্ট্রীয় লোক দল । কিন্তু এবার উত্তরপ্রদেশের কনৌজ আসনে দু'বারের সাংসদ ডিম্পল যাদব হেরে যান । যাদব ভোট ওই লোকসভা আসনে বেশি থাকলেও তা BJP-র ঝুলিতে গেছে । তাই একলা নীতিই অবলম্বন করতে চলেছেন মায়াবতী ।