পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 4 - দিল্লিতে গণধর্ষণ , অভিযুক্ত 6 , গ্রেপ্তার 4

ধর্ষণের ঘটনায় যুবতির বন্ধু সহ মোট 6 জন জড়িত ছিল ৷ নয়ডা সেক্টর 63 - এর ফেজ় 2 থেকে অভিযুক্তদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি দু'জনের এখনও খোঁজ চলছে ৷ ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, ওই যুবতি নিরক্ষর ছিলেন ৷

দিল্লিতে গণধর্ষণ , অভিযুক্ত 6 , গ্রেপ্তার 4

By

Published : Nov 15, 2019, 10:21 PM IST

নয়ডা, 15 নভেম্বর : দিল্লিতে ফের গণধর্ষণ ৷ অভিযোগ, চলতি সপ্তাহে বুধবার দিল্লির নয়ডায় একটি পার্কে এক যুবতিকে 5 জন গণধর্ষণ করে ৷ জানা গেছে, দিল্লিতে চাকরির খোঁজে ওই যুবতি এক বন্ধুর কাছে গিয়েছিলেন ৷ তারপরই ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, সেই বন্ধুও ওই যুবতিকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

পুলিশ অফিসার বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় মোট 6 জন জড়িত ছিল ৷ নয়ডা সেক্টর 63-এর ফেজ় 2 থেকে অভিযুক্তদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি দু'জনের এখনও খোঁজ চলছে ৷ ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, ওই যুবতি পড়াশোনা জানতেন না ৷ চাকরির সন্ধানে তাঁর ভাইয়ের পূর্বপরিচিত ওই বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলেন ৷ সেই ব্যক্তিই তাকে দেখা করতে পার্কে ডেকেছিল ৷ তার সঙ্গে দেখা করতেই ওই যুবতি পার্কে এসেছিলেন ৷

অফিসার আরও জানান, পার্কে ওই ব্যক্তি যুবতির শ্লীলতাহানির চেষ্টা করে ৷ সেই সময় কয়েকজন লোক ঘটনাটি দেখতে পায় ৷ তারা ওই ব্যক্তিকে ধাওয়া করে ৷ ওই বন্ধুটি পালিয়ে যায় ৷ এরপর সেই 5 জন মিলে যুবতিকে ধর্ষণ করে ৷

ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ওই বন্ধু সহ মোট 6 জনকে শনাক্ত করে ৷ তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবতিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাঁকে যথাসম্ভব আইনি সহায়তা করা হবে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details