পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাল আস্থাভোট করতে স্পিকারকে চিঠি মধ্যপ্রদেশের রাজ্যপালের

চাপ বাড়ল কমল নাথের ৷ আগামীকালই আস্থাভোট করতে মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল লালজি ট্যান্ডন ৷

By

Published : Mar 15, 2020, 9:49 AM IST

Updated : Mar 15, 2020, 10:48 AM IST

ছবি
ছবি

ভোপাল, 15 মার্চ : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের পরপরই আরও কয়েকজন কংগ্রেস বিধায়ক তাঁকে অনুসরণ করেছেন ৷ আর এতেই প্রশ্নের মুখে কমল নাথের সরকার ৷ আগামীকালই আস্থাভোট করতে মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল লালজি ট্যান্ডন ৷

বিধানসভার স্পিকার নর্মদা প্রসাদ প্রজাপতিকে পাঠানো এক চিঠিতে রাজ্যপাল লিখেছেন, "আগামীকাল (16 মার্চ) বেলা 11 টা থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন ৷ অধিবেশনের শুরুতে আমার ভাষণের পর প্রথম কাজই হল আস্থা ভোট করা ৷"

তিনি আরও জানিয়েছেন, একমাত্র বোতাম টিপেই আস্থা ভোটে মত জানানো যাবে ৷ অন্য কোনও উপায়ে মতদান গৃহীত হবে না বলেও জানিয়েছেন চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল ৷

আস্থা ভোটের প্রক্রিয়া যাতে আগামীকালের মধ্যেই মিটে যায়, সেই জন্য বিধানসভাকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল ৷ আস্থাভোট প্রক্রিয়াকে যাতে কোনও স্থগিত বা বিলম্বিত করা না হয়, সেই কথা চিঠিতে স্পষ্ট জানিয়ে রেখেছেন তিনি ৷

এদিকে গতকালই ছয় বিদ্রোহী মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন স্পিকার ৷ এরফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 113 জন বিধায়কের সমর্থন প্রয়োজন ৷ কংগ্রেসের সমর্থনে বর্তমানে রয়েছে 115 জন বিধায়ক ৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে যত আসন দরকার, তার থেকে মাত্র দু'টি আসন বেশি ৷

রাজ্যপালের এই চিঠির পরেই নতুন করে চিন্তার মেঘ জমতে শুরু করেছে কমল নাথের কংগ্রেস শিবিরে ৷ যদিও দিন দুই আগে রাজ্যপালকে পাঠানো এক চিঠিতে কমল নাথ বলেছিলেন, " আমরা আস্থাভোটের জন্য প্রস্তুত ৷ মধ্যপ্রদেশের জনগণকে নিশ্চিত করছি গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবরকম চেষ্টা করব । আইনি প্রক্রিয়ায় সংবিধান রক্ষা করব । "

Last Updated : Mar 15, 2020, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details