পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারী বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে গোদাবরীর, তেলাঙ্গানায় বন্যা পরিস্থিতি - বিপদসীমায় গোদাবরী

তেলাঙ্গানার একাধিক জায়গায় ভারী বৃষ্টি চলছেই । এর জেরে ভদ্রচালমে গোদাবরী নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ।

rains
rains

By

Published : Aug 16, 2020, 8:32 PM IST

হায়দরাবাদ, 16 অগাস্ট : একটানা ভারী বৃষ্টির জেরে তেলাঙ্গানার কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে । গোদাবরীতে জলস্তর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় জল কমিশনের (CWC) কর্তারা সতর্কতা জারি করেছিলেন । তাঁরা জানান, আজ রাতেই ভদ্রচালমে গোদাবরীর জলস্তর বিপদসীমায় পৌঁছে যেতে পারে ।

আজ সকালে ভদ্রচালমে গোদাবরীর জলস্তর 48.1 ফুট ছাড়িয়ে যাওয়ার কারণে সেচ বিভাগের কর্তারা দ্বিতীয় বন্যার সতর্কতা জারি করেন । বিকেলের দিকে জলস্তর 52 ফুট পর্যন্ত উঠেছে । ভদ্রচালমে জলস্তর যদি 53 ফুট পেরিয়ে যায় তবে তৃতীয় বন্যা সতর্কতার সংকেত জারি করা হবে ।

নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখার জন্য রাজ্য সরকারের তরফে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে । 040-23450624-এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবে সাধারণ মানুষ । এদিকে টানা ভারী বৃষ্টির জেরে কয়েকটি জেলার নিচু এলাকা জলে ডুবে গেছে । ওয়ারাঙ্গল শহরের বেশ কয়েকটি কলোনি দুু'দিন ধরে জলে ডুবে রয়েছে । ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে ।

আজ সিদ্দিপেট জেলায় এক ট্রাকচালক ভেসে যান । বাসভাপুর গ্রামের কাছে রাস্তা প্লাবিত হওয়ায় ট্রাকটি জলের স্রোতে ভেসে গেছে ।

বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । পাশাপাশি সতর্কতা জারি করেছে রাজ্য সরকার ।

ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । তিনি মুখ্যসচিব সোমেশ কুমার, DGP মহেন্দ্র রেড্ডি এবং মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি । এই বিষয়ে মন্ত্রীদের সংশ্লিষ্ট জেলাশাসক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার নির্দেশ দেন তিনি । মুখ্যসচিব সোমেশ কুমার জেলা কালেক্টরদের সতর্ক থাকতে বলেছেন ।

ABOUT THE AUTHOR

...view details