গিরিডি, 18 অগাস্ট : কলকাতা-থেকে পাটনা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে ছিনতাই । ভাড়া করার পর গাড়ি ছিনতাইকারী চক্রের পর্দা ফাঁস করল গিরিড়ি জেলার জামুয়া থানা পুলিশ। ঘটনায় পুলিশ চার অপরাধীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন বিহারের ও দু জন পশ্চিমবঙ্গের । এই অপরাধীদের গিরিডি পুলিশের বিশেষ দল বিহারের ছাপড়া এবং পশ্চিমবঙ্গের হুগলী থেকে গ্রেপ্তার করেছে ।
হুগলির অভিষেক শর্মা এবং মিথলেশ দুবে ওরফে লালুত এবং বিহারের ছাপড়ার ইসুয়াপুর থানার জিতেন্দ্র পণ্ডিত এবং চাপড়ার ভগবান বাজার থানা এলাকার সুভাষ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ । বিহার থেকে ছিনতাই করা সুইফট ডিজায়ার গাড়ি উদ্ধার করা হয়েছে।
কীভাবে সমনে এল এই ঘটনা ?
গিড়িডির SP জানিয়েছেন, ১১ ই আগস্ট রাতে জামুয়া-মির্জাগঞ্জ রোডের দুবে নার্সিংহোমের এক ব্যাক্তি ভরতি হন । তাঁর নাম রাজু দাস, তিনি অ্যাপ ক্যাব ড্রাইভার। তিনি জানান তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়ায় । 10 আগস্ট, ওলা অ্যাপের মাধ্যমে হাওড়া থেকে পাটনা যাওয়ার জন্য তিনজন লোক একটি ক্যাব বুক করেছিল। কিছুক্ষণ পরে ওলার বুকিং বাতিল হয়ে যায় । এর পর তারা রাজুর সঙ্গে যোগাযোগ করেন । রাজু তাদের সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন । এর পর তারা সরাসরি ওই ক্যাবের মালিকের থেকে পাটনা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে । রাজুকে তাঁর মালিক গাড়ি নিয়ে হাওড়ার নিয়ে পিলখানায় যেতে বলে । তিনি 10 অগাস্ট রাত 11 টায় হাওড়ার পিলখানা মোড়ে WB044H1868 নম্বরের সুইফ্ট ডিজায়ার গাড়িটি নিয়ে যান । ওখানে তিনজন তাঁর গাড়িতে ওঠে। পরের দিন সকাল 5.30 নাগাদ তারা জামুয়া-নবাডিহ-মাহতোটান্দ-মির্জাগঞ্জ-গৌশলা রোডের মাঝামাঝি জায়গায় পৌঁছান । রাজু জানান ওই তিন ব্যাক্তি তাকে বেধরক মারধর করে গাড়ি নিয়ে পালিয়ে যায় ।
ঝাড়খ্ন্ড পুলিশের বিশেষ দল অপরাধীদের গ্রেপ্তার করেছে
SP আরও বলেন, 11 অগাস্ট জামুয়া থানায় অপরাধ সংখ্যা 195/20 য়ে ঘটনা নথিবদ্ধ করা হয় । এর পর খুরিমুহার SDPO নবীন কুমার সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল । তদন্তের জন্য, জামুয়া জোনের পুলিশ এই দলে অন্তর্ভুক্ত ছিল । পরিদর্শক বিনয় কুমার রাম, জামুয়া থানার ইনচার্জ সন্তোষ কুমার, আনি সুমন্ত প্রসাদ, অভিষেক কুমার রঞ্জন, সায়ান সঞ্জীব কুমার পাল ছাড়াও কারিগরি শাখার যোধন মাহাতো, হাভিলদার মহেশ পাসোয়ান, রক্ষী মহম্মদ তাহির আনসারী, সন্তোষ কুমার, সুরেশ মুন্ডা, সন্তোষ কুমার, সুরেশ মুণ্ডা, সন্তোষ কুমার সিং এই দলে ছিলেন । মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে অপরাধীদের ধরার পাশাপাশি ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে ।