দিল্লি, 29 মে : 2019-20 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার প্রকাশ করল কেন্দ্রীয় সরকার । জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছে 3.1 শতাংশে । এর জেরে এই পুরো অর্থবর্ষে GDP বৃদ্ধির হার দাঁড়াল 4.2 শতাংশ । এর ফলে 11 বছরে সর্বনিম্ন হল GDP বৃদ্ধির হার । তবে কোরোনা পরিস্থিতির জেরে যতটা আশঙ্কা করা হয়েছিল GDP বৃদ্ধির হার ততটা কমেনি ।
NSO-র তরফে জানানো হয়েছে, 2018-19 অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ছিল 5.7 শতাংশ । পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল 6.1 শতাংশ । কিন্তু 2019-20 অর্থবর্ষে প্রথম থেকেই GDP বৃদ্ধির হার কমতে থাকে । তারপর শেষের দিকে এসে কোরোনা সংক্রমণ আর লকডাউন, এই জোড়া ফলায় বিদ্ধ হয় দেশের অর্থনীতি । যার জেরে শেষ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার গিয়ে দাঁড়াল 3.1 শতাংশে ।