পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কবে কমতে পারে পেট্রল ও ডিজ়েলের দাম ? - কোরোনা ভাইরাস

টানা ন'দিন বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । তবে এখনই স্বস্তি মিলছে না সাধারণের । আরও কয়েকদিন এভাবেই দাম বাড়বে বলে অনুমান ।

Fuel
Fuel

By

Published : Jun 15, 2020, 6:43 PM IST

Updated : Jun 15, 2020, 6:53 PM IST

দিল্লি, 15জুন : 7 জুন থেকে প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজ়েলের দাম । আগামী দু'সপ্তাহে একইভাবে দাম বাড়বে বলে মনে করা হচ্ছে ।

16 মার্চের পর 83 দিন কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে জ্বালানি তেলের দাম বাড়েনি । 7 জুন থেকে তেল কম্পানিগুলি ফের পেট্রল ও ডিজ়েলের দাম বাড়াতে শুরু করে। গত নয় দিনে পেট্রলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা এবং ডিজ়েলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা 23 পয়সা বৃদ্ধি পেয়েছে।

আজ দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 48 পয়সা বৃদ্ধি পেয়ে 76 টাকা 26 পয়সা এবং ডিজ়েলের দাম প্রতি লিটারে 59 পয়সা বৃদ্ধি পেয়ে 74 টাকা 62 পয়সা হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরু পর্যন্ত পেট্রোপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাবে । তবে মূল্যবৃদ্ধি কিছুটা কমিয়ে প্রতি লিটারে 30 থেকে 40 পয়সা করা হবে।এক আধিকারিক জানান, "বিশ্ব বাজারে তেলের দাম কমে প্রতি ব্যারেলে 40 ডলারের নিচে পৌঁছেছে । ফলে পণ্যের দামও কমেছে । যদি এভাবেই চলে তবে আগামী মাস থেকে পেট্রল ও ডিজ়েলের দাম কমতে পারে। "

ICICI সিকিউরিটির একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে খুচরো মূল্যবৃদ্ধি সমর্থন করা হলেও আগামীতে তেল বিপণন সংস্থাগুলির নেট মার্জিন যদি 2020-র 1 জুলাই অনুযায়ী প্রতি লিটারে এক টাকা 19 পয়সায় ফিরিয়ে আনতে হয় তবে প্রতি লিটারে 5 টাকা 50 পয়সা (সাত থেকে আট শতাংশ) দাম বাড়ানো প্রয়োজন।

বর্তমানে পেট্রল ও ডিজ়েলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বেড়েছে । তবে OMC-র নেট বিপণন মার্জিনের আনুমানিক পতনের জন্য পেট্রল এবং ডিজ়েলের দাম আরও 4 থেকে 5 টাকা বাড়াতে হবে।

বিশ্বে অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেলে 40 ডলারের নিচে পৌঁছেছে । দাম স্থিতিশীল থাকলে জুলাই থেকেই পেট্রল এবং ডিজ়েলের দাম কমার সম্ভাবনা রয়েছে।

Last Updated : Jun 15, 2020, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details