দিল্লি, 11 অক্টোবর : জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের নম্বরে আর কল করা যাবে না ফ্রিতে । এই বিবৃতি জারির পর থেকেই মাথায় হাত জিও ব্যবহারকারীদের । তবে, অন্ধকারের মাঝেই আশার আলো দেখাল সংস্থা । জানাল, এখনও বিনামূল্যে কল করতে পারবেন নির্দিষ্ট কিছু গ্রাহক ।
কীভাবে ?
টুইটে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, 9 অক্টোবরের আগে বা সেদিনই যারা রিচার্জ করেছেন তাঁরা বিনামূল্যে আউটগোয়িং কল করতে পারবেন । অর্থাৎ 84 দিনের প্ল্যান থাকলে ততদিন পর্যন্তই বিনামূল্যে কল করা যেতে পারে । যে কোনও নেটওয়ার্কে । তারপর অবশ্য অফ-নেট আউটগোয়িং কল করার জন্য IUC (ইন্টারকানেক্ট ইউসেজ় চার্জ) টপ-আপ রিচার্জ করতে হবে । যা হতে পারে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত । এই ভাউচারের মাধ্যমে 1362 মিনিট পর্যন্ত ফোন কলিং (জিও ব্যতীত অন্য নেটওয়ার্কে) ও 20 GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যেতে পারে ।
এর আগে জিওর তরফে ঘোষণা করা হয়, TRAI-এর নির্দেশ মেনে অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে । অর্থাৎ, অফ-নেট আউটগোয়িং কলের ক্ষেত্রে 1 মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহককে । এর জন্য থাকবে আলাদা টপ-আপ ভাউচারের ব্যবস্থা । সেই টপ-আপ প্ল্যানে আবার অতিরিক্ত ডেটাও সংযুক্ত থাকবে ।