শ্রীনগর, 7 জুন: পুলওয়ামার লসসিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই । নিকেশ 4 জঙ্গি । নিহতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি AK রাইফেল । আরও জঙ্গি লুকিয়ে রয়েছি কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চলছে । পুলিশ সূত্রে খবর, নিহতরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।
ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে আজ ভোররাতে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও CRPF । তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেয় নিরাপত্তাবাহনী । শুরু হয় গুলির লড়াই । শেষ পর্যন্ত 4 জঙ্গি খতম হয় ।