পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম 4 মাওবাদী, শহিদ এক পুলিশকর্মী

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে পরধোনি গ্রামের কাছে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ওই মাওবাদীরা । এরপরই পালটা গুলি চলে এই পক্ষ থেকেও ।

Chhattisgarh village
মাওবাদীর মৃত্যু

By

Published : May 9, 2020, 9:12 AM IST

Updated : May 9, 2020, 10:55 AM IST

রাজনন্দগাওঁ, 9 মে : ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ গুলির লড়াই। খতম 4 মাওবাদী। শহিদ এক পুলিশকর্মী। রাজনন্দগাওঁয়ের মদনওয়াড়া এলাকার ঘটনা।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে পরধোনি গ্রামের কাছে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা । পালটা গুলি চলে এই পক্ষ থেকেও । গভীর রাত পর্যন্ত গুলির লড়াই চলে। খতম হয় চার মাওবাদী । চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের অস্ত্র ।

রাজনন্দগাওঁয়ের SP জিতেন্দ্র শুকলা ও ASP গোরখনাথ বাঘেল এনকাউন্টারের স্থানে যান । পরিস্থিতি খতিয়ে দেখেন । পরে ASP বলেন, "AK-47 রাইফেল, একটি SLR এবং দুটি .315 বোর রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে । ”

Last Updated : May 9, 2020, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details