পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের মাটিতে রাফাল - Ambala Airbase

রাফাল যুদ্ধবিমান
রাফাল যুদ্ধবিমান

By

Published : Jul 29, 2020, 3:15 PM IST

Updated : Jul 29, 2020, 7:08 PM IST

15:13 July 29

আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ রাফালের

আম্বালা, 29 জুলাই : ভারতে পৌঁছাল রাফাল । ফ্রান্স থেকে সোমবার রওনা দেওয়ার পর আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছায় পাঁচটি রাফাল যুদ্ধবিমান । 

রাফাল আসার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা । দু'দিন আগে ফ্রান্সের ইস্ট্রেস বিমানঘাঁটি থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানগুলি ৷ মাঝে গতকাল আরব আমিরশাহিতে জ্বালানি ভরার জন্য বিশ্রাম নেয় ৷

আম্বালায় বিমানঘাঁটিতে অবতরণের পরে রাফালগুলিকে ওয়াটার স্যালিউট জানানো হয় । আজ সকাল থেকেই আম্বালার আকাশ ছিল মেঘলা । বেশ কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয় । এরই মধ্যে আম্বালার বিমানঘাঁটির রানওয়ে স্পর্শ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান ।

2016 সালের 23 সেপ্টেম্বর 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 59 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ এই রাফালগুলির মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷  

এদিকে রাফাল আসার জন্য আম্বালা বিমানঘাঁটি মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার বলয়ে । উল্লেখ্য, এই বিমানঘাঁটি পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে । 3 কিলোমিটার ব্যাসার্ধে কোনও ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সেনার তরফে । বিমানঘাঁটির নিকটবর্তী চারটি গ্রামে জারি করা হয়েছে 144 ধারা । আম্বালার ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) মুনিশ শেহগেল জানিয়েছেন, এলাকাজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে । বাড়ির ছাদে যাতে একসঙ্গে বেশি মানুষ জড়ো না হন এবং ছবি না তোলেন, সেইদিকেও কড়া নজর দেওয়া হয়েছে ।

কিন্তু কেন এত প্রহরা? কী রয়েছে এই রাফালে ?

  • রাফাল হল মূলত চতুর্থ জেনারেশনের যুদ্ধবিমান ।
  • প্রতিটি বিমানে দু'টি করে ইঞ্জিন রয়েছে ।
  • এক একটি রাফালের সর্বোচ্চ গতি 2 হাজার 222 কিলোমিটার প্রতি ঘণ্টা ।
  • 50 হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে ।
  • মিনিটে 60 হাজার ফুট পর্যন্ত উঁচুতে যাওয়ার ক্ষমতা রাখে বিমানগুলি ।
  • রাফাল যুদ্ধবিমানের অপারেশনাল রেঞ্জ 3700 কিলোমিটার ।
  • 1600 থেকে 1700 কিলোমিটার রেঞ্জের মধ্যে আঘাত হানতে সক্ষম এই বিমানগুলি ।
  • আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম
  • খুব উচু পার্বত্য এলাকা থেকেও সহজে উড়ানে সক্ষম এই রাফাল যুদ্ধ বিমান ।
  • ভিজ়ুয়াল রেঞ্জের বাইরেও আকাশপথে আঘাত হানতে পারে এই বিমান ।
  • বহুমুখী ব়্যাডার রয়েছে বিমানগুলিতে । 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে 40 টি টার্গেটকে একবারে নিশানায় নিতে সক্ষম এই বিমান ।
  • হোস্টাইল ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে এতে রয়েছে অত্যাধুনিক ব়্যাডার ওয়ার্নিং ব্যবস্থা ।
  • এখন আর আঘাত হানতে হলে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকতে হবে না পাইলটদের । ভারতের আকাশসীমা থেকেই শত্রুপক্ষের আকাশসীমার 600 কিলোমিটার ভিতরে আঘাত হানতে সক্ষম রাফাল ।
  • আগামী 50 বছর ফ্রান্সের থেকে প্রযুক্তিগত সহযোগিতা পাবে রাফাল বিমানগুলি ।
Last Updated : Jul 29, 2020, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details