পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন - Mumbai

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন ৷ শুরু হয়েছে নেভানোর কাজ ৷

Mumbai Fire
ছবি সৌজন্যে ANI

By

Published : Feb 8, 2020, 12:56 AM IST

Updated : Feb 8, 2020, 3:30 AM IST

মুম্বই, 8 ফেব্রুয়ারি : মুম্বইয়ের কালা চৌকিতে এক বহুতলে ভয়াবহ আগুন ৷ কালা চৌকির অভ্যুদয়া নগরের মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আগুন লাগে ৷ ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ৷ আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ একটি কুইক রেসপন্স গাড়িও নিয়ে আসা হয় দুর্ঘটনাস্থানে ৷

রাত তখন 12টা ৷ মিলান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের বহুতলে আগুন দেখা যায় ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ গলগল করে ধোঁয়া বেরোতে থাকে বহুতল থেকে ৷ খবর পেয়ে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ শেষ পাওয়া খবর, ঘটনায় কেউ হতাহত হননি ৷

কী কারণে আগুন লাগল তা জানা যায়নি ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল ৷

Last Updated : Feb 8, 2020, 3:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details