মুম্বই, 17 নভেম্বর : মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি গোডাউনে আগুন । পরে আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে । পুড়ে যায় ওই এলাকার কয়েকটি ঝুপড়ি ।
আজ সকাল 8টা 45 নাগাদ গোডাউনটিতে আগুন লাগে । গোডাউনে প্রচুর চটের বস্তা ছিল । আগুন ছড়িয়ে পড়লে পূর্ব শহরতলির বস্তি এলাকার কয়েকটি ঝুপড়িও পুড়ে যায় ।