পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বইয়ের সাকিনাকায় গোডাউনে আগুন - মুম্বইয়ের সাকিনাকায় আগুন

আজ সকাল 8টা 45 নাগাদ গোডাউনটিতে আগুন লাগে । হতাহতের কোনও খবর নেই ।

Fire breaks out at Mumbai godown
Fire breaks out at Mumbai godown

By

Published : Nov 17, 2020, 2:25 PM IST

মুম্বই, 17 নভেম্বর : মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি গোডাউনে আগুন । পরে আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে । পুড়ে যায় ওই এলাকার কয়েকটি ঝুপড়ি ।

আজ সকাল 8টা 45 নাগাদ গোডাউনটিতে আগুন লাগে । গোডাউনে প্রচুর চটের বস্তা ছিল । আগুন ছড়িয়ে পড়লে পূর্ব শহরতলির বস্তি এলাকার কয়েকটি ঝুপড়িও পুড়ে যায় ।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 9টি ইঞ্জিন, 6টি জেটি এবং 2টি জলের ট্যাঙ্কার সেখানে পৌঁছায় । সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থানে আসে । হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মুম্বই প্রশাসন ।

প্রশাসন আরও জানিয়েছে, আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয় । তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details